Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পাঁচবিবিতে মাদক সেবনের অভিযোগে ৬ জনের কারাদণ্ড

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
প্রকাশিত: ২২ জানুয়ারী ২০১৯, ০৮:১৩ PM
আপডেট: ২২ জানুয়ারী ২০১৯, ০৮:১৩ PM

bdmorning Image Preview
প্রতীকী


জয়পুরহাটের পাঁচবিবিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬ জন মাদক সেবনকারীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় উপজেলা সীমান্ত ঘেঁষা ভীমপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের প্রত্যেককে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

র‌্যাব-৫ ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার আবু খায়ের ও পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিবুল আলমের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

সূত্র জানায়, ভীমপুর এলাকার একটি জুয়া স্পটে অভিযান পরিচালনা করে প্রকাশ্যে মাদক সেবনসহ জুয়া খেলার অপরাধে এই ৬ জন মাদক সেবনকারীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।

এ ছাড়াও গ্রেফতারকৃত আসামিদের নিকট হতে উদ্ধারকৃত বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও জুয়া খেলার সরঞ্জামাদি জুয়া স্পটে স্থানীয় জনপ্রতিনিধিসহ উপস্থিত লোকজনের সম্মুখে ধ্বংস করা হয়।

Bootstrap Image Preview