Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আড়াই মাসে ২৮১ অভিযান, গ্রেফতার ৬৮

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ জানুয়ারী ২০১৯, ০৭:৫৮ PM
আপডেট: ২২ জানুয়ারী ২০১৯, ০৭:৫৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


নারায়নগঞ্জের গত বছরের নভেম্বর থেকে চলতি বছরের ২০ জানুয়ারি পর্যন্ত ২৮১টি অভিযান চালিয়েছে নারায়নগঞ্জ জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। এছাড়া মাদকের বিরুদ্ধে ২১টি গণসচেতনতামূলক কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। মাদকবিরোধী কমিটি করা হয়েছে ২৫০টি।

সোমবার নারায়নগঞ্জ জেলা ডিএনসির সহকারি পরিচালক মো. সামসুল আলম বলেন, মাদকের কুফলের বিষয়ে সর্বসাধারণকে সচেতন করার লক্ষ্যে নারায়নগঞ্জ জেলা ডিএনসির পক্ষ থেকে প্রচারণা চালানোসহ বিভিন্ন সভা-সমাবেশ করা হচ্ছে। বিশেষ বিভিন্ন বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে মাদকের কুফলগুলো তুলে ধরে তাদেরকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানানো হচ্ছে। সোমবারও এম ডব্লিউ উচ্চ বিদ্যালয় ও গিয়াস উদ্দিন ইসলামিক মডেল স্কুলে মাদকবিরোধী সমাবেশ করা হয়েছে।

তিনি আরো বলেন, আমি কার্যালয়ে যোগদানের পর থেকে গত ১ নভেম্বর থেকে রবিবার (২০ জানুয়ারি) পর্যন্ত ২৮১টি অভিযান চালানো হয়েছে। এ সময় নিয়মিত মামলা হয়েছে ৩০টি। আসামি গ্রেফতার ৬৮জন। পলাতক রয়েছে২জন। ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে ৩৬টি। উদ্ধার করা হয়েছে বিভিন্ন প্রকারের বিপুল সংখ্যক মাদকসহ নগদ টাকাও।

তিনি বলেন, একই সময়ে ২১টি গণসচেতনতামূলক কার্যক্রম চালানো হয়েছে। এরমধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে ৮টি, জেলা কারাগারে ১টি ও ১২টি পথসভা করা হয়েছে। এছাড়া নারায়নগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কমিটি গঠণ করা হয়েছে ২৫০টি। ১৭০টি শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী ফেস্টুন বিতরণ করা হয়েছে।

Bootstrap Image Preview