Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শ্রীমঙ্গলে বাস-ট্রাক সংঘর্ষে আহত ১০, আশঙ্কাজনক ৪ জন

হৃদয় দেবনাথ, মৌলভীবাজার প্রতিনিধিঃ
প্রকাশিত: ২২ জানুয়ারী ২০১৯, ০৫:৫২ PM
আপডেট: ২২ জানুয়ারী ২০১৯, ০৫:৫২ PM

bdmorning Image Preview


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাসের সাথে ট্রাকের সংঘর্ষে দশ জন আহত হয়েছেন। তার মধ্যে গুরুতর আহত হয়েছেন চার জন।

মঙ্গলবার (২২ জানুয়ারি) বিকেলে উত্তরসূর নামক এলাকার পেট্রোল পাম্পের সামনে ঘটনাটি ঘটে। আহতদের নাম পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, হবিগঞ্জ বিরতিহীন নামক বাসটি সিলেট অভিমুখে দ্রুত গতিতে যাওয়ার সময় উত্তরসূর এলাকায় একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে দুটি গাড়ি ঘটনাস্থলেই ভেঙে চুরমার হয়ে যায়। গাড়ির ভেতরে থাকা যাত্রীদের মধ্যে প্রায় দশ জন আহত হয়।

আহতদের সবাইকে ফায়ার সার্ভিস এবং পুলিশের লোকজন উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা হাসপাতালে ভর্তি করেন। তবে তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। আহত অনেকেরই হাত-পা, কোমরের অংশ শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গাড়ির সাথে ঝুলে আছে। দুটি গাড়িকেই আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বিডিমর্নিংকে জানান, হবিগঞ্জ বিরতিহীন বাসটি সিলেট অভিমুখে যাওয়ার সময় উত্তরসূর পেট্রোল পাম্পের সামনে আসলে উল্টোদিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় দশ জনের মতো আহত আছে। আহত প্রত্যেককেই শ্রীমঙ্গল উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়ি দুটুকেও আটক করা হয়েছে।

Bootstrap Image Preview