Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সুনামগঞ্জে ধ্বংস করা হল পৌনে চার কোটি টাকার মাদকদ্রব্য

হাবিব সরোয়ার আজাদ, সিলেট প্রতিনিধিঃ
প্রকাশিত: ২২ জানুয়ারী ২০১৯, ০৪:০৫ PM
আপডেট: ২২ জানুয়ারী ২০১৯, ০৪:০৫ PM

bdmorning Image Preview


সিলেট সেক্টরের বিজিবি- ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ন সুনামগঞ্জে বিভিন্ন সময়ে আটককৃত প্রায় পৌণে চার কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (২২ জানুয়ারি) বিকেলে ব্যাটালিয়ন হোডকোয়ার্টারে মাদকদ্রব্যগুলো ধ্বংস করা হয়।

ব্যাটালিয়ন কমান্ডার জানান, ২০১৬ সালের ৯ অক্টোবর থেকে ২০১৯ সালের ২০ জানুয়ারী পর্য্যন্ত ব্যাটালিয়নের আওতাভুক্ত জেলার ১১ উপজেলার বিভিন্ন সীমান্তে বিজিবির টহল দল প্রায় ৩ কোটি ৬৬ লাখ ৭৬হাজার ৫৪৩ টাকার বিভিন্ন প্রকার বিদেশি মাদকদ্রব্য, আমদানি নিষিদ্ধ ভারতীয় শেখ নাসিরবিড়ি ও গাঁজার চালান আটক করে।

আটককৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে, বিভিন্ন ব্রান্ডের ২০ হাজার ৮৯৩ বোতল বিদেশী মদ, সাড়ে ৫ লিটার বাংলা (চোলাই) মদ, ৬৪৯ বোতল বিয়ার, ১১ হাজার ৮'শ কেজি গাঁজা, ২৪ লাখ ৬৪ হাজার ৭৯০ শলাকা বিড়ি, ৩ হাজার ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট।

বিজিবির সিলেট সেক্টর কমান্ডার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ব্যাটালিয়নে মাদকদ্রব্য ধ্বংস করেন।

এর প্রারম্ভে ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল মো. মাকসুদুল আলমের সভাপতিত্বে মাদকদ্রব্য ধ্বংসকরণ উপলক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিজিবির সিলেট সেক্টর কমান্ডার কর্ণেল মো. শহিদুল ইসলাম পিএসসি।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. আবদুল আহাদ, পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান প্রমুখ।

 ওই সময় সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমদ, রিপোর্টার্স ই্উনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রতিনিধি, শুল্ক বিভাগের প্রতিনিধি, জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত গণমাধ্যমকর্মীগণ, স্কুল-কলেজের শিক্ষক শিক্ষার্থীসহ সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।

 

Bootstrap Image Preview