Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিএসএমএমইউ হিমঘরে থাকবে বুলবুলের মরদেহ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ জানুয়ারী ২০১৯, ০২:৫০ PM
আপডেট: ২২ জানুয়ারী ২০১৯, ০২:৫০ PM

bdmorning Image Preview


ভোরের আলো ফোটার আগেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন অসংখ্য কালজয়ী বাংলা গানের স্রষ্টা আহমেদ ইমতিয়াজ বুলবুল। আগামী বুধবার (২৩ জানুয়ারি) মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি। আজ (২২ জানুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের হিমাগারে রাখা হবে তার মরদেহ।

জানা যায়, সকাল সোয়া ১১টার দিকে তার মরদেহ আফতারনগরের বাসা থেকে অ্যাম্বুলেন্সযোগে বিএসএমএমইউ তে নেয়া হয়েছে। আগামীকাল বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করায় আগে আহমেদ ইমতিয়াজ বুলবুলের মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে সকাল ১১টা থেকে সেখানে সাড়ে ১২টা পর্যন্ত মরদেহ থাকবে। সেখানে গার্ড অব অনার দেওয়া হবে, সর্বস্তরের জনগণ তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাবেন।

বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বুলবুলের প্রথম নামাযে জানাজা অনুষ্ঠিত হবে। সেখান থেকে আহমেদ ইমতিয়াজ বুলবুলের মরদেহ নেওয়া হবে এফডিসিতে। সেখানে শ্রদ্ধা ও দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে বুদ্ধিজীবী কবরস্থানে।

উল্লেখ্য, ২০১৮ সালের মাঝামাঝি বুলবুলের হার্টে আটটি ব্লক ধরা পড়ে। তার শারীরিক অবস্থার কথা জানতে পেরে চিকিৎসার দায়িত্ব নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (মঙ্গলবার) ভোর ৪টার দিকে আফতাব নগরের নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সঙ্গীত জগতের উজ্জ্বল নক্ষত্র আহমেদ ইমতিয়াজ বুলবুল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।

Bootstrap Image Preview