Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হাইব্রীড টমেটো 'মিন্টু' চাষে কৃষকের মুখে হাসি

আল আমিন মন্ডল, বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ২২ জানুয়ারী ২০১৯, ০১:৪৯ PM
আপডেট: ২২ জানুয়ারী ২০১৯, ০১:৪৯ PM

bdmorning Image Preview


বগুড়ার গাবতলীতে হাইব্রিড 'মিন্টু' জাতের টমেটো ক্ষেত প্রদর্শনী উপলক্ষে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ জানুয়ারি) সন্ধ্যায়  লাল তীর সীড লিমিটেড বগুড়া আঞ্চলিক অফিসের আয়োজনে নেপালতলী ডওর মাদ্রাসা মাঠে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

হাইব্রীড টমেটো মিন্টু ক্ষেত পরিদর্শন শেষে কৃষকদের মাঝে প্রধান অতিথির বক্তব্য রাখেন লাল তীর সীড লিমিটেড চেয়ারম্যান ও মাল্টিমোড গ্রুপের এক্সিকিউটিব অফিসার বিশিষ্ট শিল্পপতি আব্দুল আউয়াল মিন্টু। সাবেক উপজেলা চেয়ারম্যান মোরশেদ মিল্টনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহরাব হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া জেরিন রনি, লাল তীর সীড লিমিটেড ডিভিশনাল ম্যানেজার শফিকুর রহমান, রিজিওনাল ম্যানেজার কৃষিবিদ আবু রায়হান, পিডিএস ম্যানেজার ইমদাদুল হক, টেরিটরি ম্যানেজার আব্দুস সালাম, এ্যাসিসটেন্ট ম্যানেজার জাকির হোসেন, লাইফষ্টোক ম্যানেজার মহিবুল্লাহ, সফল টমেটো চাষী মাসুম, নয়ন ও গৌর চন্দ্র প্রমূখ। 

এসময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম হেলাল, উপ সহকারী কৃষি কর্মকর্তা শফিকুল, ইউসুফ, বিএনপি নেতা সমাজসেবক আতিক, ফিরোজ, নজমল, আতোয়ার, মিজু, মমিন, মতি, গোল্লা’সহ যুব-ছাত্রদল ও কৃষকবৃন্দ। 

উল্লেখ্য, এ বছরে গাবতলী উপজেলায় টমেটো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে ২শ ৩০হেক্টর জমিতে। এর মধ্যে ২শ হেক্টর জমিতে ৬শতাধিক কৃষক হাইব্রীড মিন্টু জাতের টমেটো চাষ করেছে। এবছরে মিন্টু টমেটো বাম্পার ফলন ও দাম ভাল পাওয়ায় কৃষক পরিবার খুব খুশি। এছাড়াও গাবতলী উপজেলা কৃষি নির্ভর এলাকা হওয়ায় বেশী ভাগ কৃষক শীতকালীন সবজি হিসাবে হাইব্রীড টমেটো মিন্টু চাষ করেছে। কৃষকরা হাইব্রীড টমেটো মিন্টু চাষে বিপ্লব ঘটিয়েছে। ফলে ডওর গ্রামের কৃষকরা মিন্টু টমেটো চাষ করে লাভবান হওয়ায় তাদের মুখে হাসি ফুটেছে। এর ফলে গাবতলী উপজেলাতে টমেটো চাষ করে এখন হাজারো কৃষক পরিবার স্বাবলম্বী হয়ে উঠেছে। 

Bootstrap Image Preview