Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ঠাকুরগাঁওয়ে সরকারি শিশু পরিবারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত 

রাশেদুজ্জামান সাজু, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
প্রকাশিত: ২২ জানুয়ারী ২০১৯, ০১:৪৭ PM
আপডেট: ২২ জানুয়ারী ২০১৯, ০১:৪৭ PM

bdmorning Image Preview


উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁওয়ে সরকারি শিশু পরিবার (বালিকা) এর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতি প্রতিযোগীতার উদ্বোধন  করা হয়েছে।

মঙ্গলবার (২২ জানুয়ারি) সকালে এ প্রতিযোগীতার উদ্বোধন করা হয়।

সরকারি শিশু পরিবার (বালিকা) ঠাকুরগাঁও কর্তৃক আয়োজিত ওই প্রতিষ্ঠানের মাঠ প্রাঙ্গণে সাংস্কৃতিক প্রতিযোগীতার আনুষ্ঠানিকভাবে বেলুন উড়িয়ে উদ্বোধন করেন, উক্ত উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ঠাকুরগাঁও ড. কে এম কামরুজ্জামান সেলিম।

এর আগে জাতীয় সঙ্গীত পরিবেশনার সাথে সাথে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপপরিচালক জেলা সমাজসেবা কার্যালয়ের মো: আবু বক্কর সিদ্দীকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম বলেন, সুন্দর ও সুস্থ জীবন গড়ে তুলতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই। আমি অত্যন্ত আনন্দিত যে জেলা সরকারি শিশু পরিবার (বালিকা) সেই দিকে সুন্দরভাবে মনোনিবেশ করেছে। এসময় তিনি জেলা সরকারি শিশু পরিবারের সার্বিক সহযোগিতার করবেন বলে মত প্রকাশ করেন।

এসময় অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন, সহকারি পরিচালক জেলা সমাজ সেবা কর্যালয়, মা: মনিরুল ইসলাম, উপ- তত্বাবধায়ক জেলা সরকারি শিশু পরিবার (বালিকা) মোছা: হাওয়া খাতুন, প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা এস এম হুমায়ুন কবির, প্রধান শিক্ষক সোনালী শৈশব বিদ্যা নিকেতন আনজুমান আরা মুক্তাসহ জেলা সরকারি শিশু পরিবারের অন্যান্য কর্মকর্তা বৃন্দ।

উল্লেখ্য, যে উক্ত ক্রীড়া প্রতিযোগিতায় ওই প্রতিষ্ঠানে ৯৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। পরে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 
 

Bootstrap Image Preview