Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

রাতে বিপিএলে দুই হেভিওয়েট দল ঢাকা-কুমিল্লার লড়াই

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ জানুয়ারী ২০১৯, ১০:৪৯ AM
আপডেট: ২২ জানুয়ারী ২০১৯, ০১:০৯ PM

bdmorning Image Preview


বিপিএলে আজও দুটি ম্যাচ। মিরপুরে দিনের প্রথম ম্যাচে খুলনা টাইটান্সের বিপক্ষে লড়বে রংপুর রাইডার্স। দুপুর দেড়টায় শুরু হবে ম্যাচ। আর সন্ধ্যা সাড়ে ছয়টায় দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে দুটি ম্যাচই সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা ও গাজী টিভি। 

৭ ম্যাচে ৬ পয়েন্ট  নিয়ে টেবিলের ৪ নম্বরে রাইডার্স। দুর্দান্ত ফর্মে রাইলি রুশো। এবি ডি ভিলিয়ার্সের অন্তর্ভুক্তি দলে বাড়তি শক্তি যোগ করেছে বলে মনে করছে কোচিং স্টাফ। ক্রিস গেইলের ব্যাটে রান খরা থাকলেও, যে কোন সময় জ্বলে ওঠবেন বলে বিশ্বাসী সতীর্থরা। 

অন্যদিকে খুলনা টাইটান্সের অবস্থা আরো নাজুক। সাত ম্যাচে মাঠে নেমে তাদের জয় মাত্র একটিতে। হেরেছে ছয়টিতে। এবারের আসর থেকে তাদের বিদায় এক প্রকার নিশ্চিত হয়ে গেছে।প্রথম দেখায় রংপুরের সঙ্গে বেশ লড়াই করেছিল খুলনা। রংপুরের ছুড়ে দেওয়া ১৭০ রানের টার্গেট তাড়া করতে নেমে খুলনা করেছিল ১৬১ রান।

এদিকে টেবিলের শীর্ষে থাকা ঢাকা ডায়নামাইটস তাদের শেষ তিন ম্যাচের দুটিতেই হেরেছে। সিলেটে রাজশাহী কিংসের বিপক্ষে হারার পর সোমবার ঢাকায় তারা হেরেছে চিটাগং ভাইকিংসের কাছেও। সেই হারের ক্ষত নিয়ে আজ তারা কুমিল্লার মুখোমুখি হবে। অবশ্য কুমিল্লাও সোমবার হার মেনেছে রাজশাহীর কাছে। তবে এই ম্যাচে যে লড়াই হবে সেটা অনুমান করা যাচ্ছে। বিপিএলের ষষ্ঠ আসরে আজেই প্রথম মুখোমুখি হচ্ছে কুমিল্লা ও ঢাকা। 

Bootstrap Image Preview