Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নিহত বিএনপি নেতার পরিবারকে লক্ষাধিক টাকা অর্থ সহায়তা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ জানুয়ারী ২০১৯, ০৯:২৪ PM
আপডেট: ২১ জানুয়ারী ২০১৯, ০৯:২৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত


সদ্য সমাপ্ত হওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন লালমনিরহাটে নিহত বিএনপি নেতা তোজাম্মেল হকের পরিবারে হাতে ১ লাখ ৬ হাজার টাকা তুলে দিয়েছেন ঐক্যফ্রন্ট নেতারা।

আজ সোমবার দুপুরে নিহতের কবর জিয়ারতে এসে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঐক্যফ্রন্ট নেতা জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী উপস্থিত ছিলেন।

নিহত তোজ্জাম্মেল হকের স্ত্রী গোলাপজান ঐক্যফ্রন্ট নেতাদের কাছে পেয়ে আবেগে আপ্লুপ্ত হয়ে পড়েন। এ সময় তিনি তার স্বামী হত্যার বিচার দাবি করেন।নিহতের ছেলে ও হত্যা মামলার বাদী মোস্তাফা বলেন, ‘সন্ত্রাসীরা আমার বাবাকে খুন করেছে। আমি ন্যায়বিচার পেতে আদালতে মামলা করেছি।’

পরে লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের পাগলার হাট এলাকায় জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত এক প্রতিবাদ সমাবেশে যোগ দেন ঐক্যফ্রন্ট নেতারা।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সকাল ৮টার দিকে ইউনিয়ন বিএনপির পরিবার কল্যাণ সম্পাদক তোজাম্মেল হকসহ কয়েকজন ভোটকেন্দ্রে যাচ্ছিলেন। পথে রাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন তার বাড়ির সামনে অন্যান্য লোকজন নিয়ে তাদের কেন্দ্রে যেতে বাধা দেন। এতে দুপক্ষের কথাকাটাকাটির একপর্যায়ে তোজাম্মেল হককে মারপিট ও পেটে ছুরি মারা হয়। পরে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মারা যান।

এ ঘটনায় ১ জানুয়ারি লালমনিরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৯ জনের নাম উল্লেখ করে মামলা করেন নিহতের ছেলে মো. মোস্তফা। পরে আদালতের নির্দেশে সদর থানায় ৯ জানুয়ারি মামলাটি নথিভুক্ত করা হয়। তবে এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

Bootstrap Image Preview