Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

পাওনা টাকা আনতে যেয়ে নিহত হলেন যুবক

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি:
প্রকাশিত: ২১ জানুয়ারী ২০১৯, ০৯:১১ PM
আপডেট: ২১ জানুয়ারী ২০১৯, ০৯:১১ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


কক্সবাজারের উখিয়া উপজেলায় পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাতে একজন নিহত হয়েছে। নিহত ফরিদ আলম (৩০)  উপজেলার নাইক্ষংছড়ির ঘুমধুমের তুমব্রু ভাজাঁবনিয়া গ্রামের জমির হোছনের ছেলে।

সোমবার সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে।

তুমব্রু উত্তর পাড়া জাগির হোছনের দোকানের সামনে প্রকাশ্য দিবালোকে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। ঘুমধুম পুলিশ উখিয়া হাসপাতাল থেকে ঘাতক তুমব্রু উত্তরপাড়া গ্রামের জাফর আলমের ছেলে আবুল কালাম (৩২) কে আটক করেছে।

ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমন চৌধুরী জানান, পারিবারিক বিরোধের জের ধরে পাওনা টাকা চাইতে গেলে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে আবুল কালাম তার কাছে থাকা ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করলে ফরিদ আলম ঘটনাস্থলে মারা যায়। এব্যাপারে একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Bootstrap Image Preview