Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নারী কেলেঙ্কারির দায়ে ইবির কর্মকর্তা বরখাস্ত

ইবি প্রতিনিধিঃ
প্রকাশিত: ২১ জানুয়ারী ২০১৯, ০৯:১০ PM
আপডেট: ২১ জানুয়ারী ২০১৯, ০৯:১০ PM

bdmorning Image Preview


নারী কেলেঙ্কোরীর দায়ে ইসলামী বিশ্ববাদ্যালয়েরর এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে প্রশাসন।

সোমবার (২১ জানুয়ারি) বিকেল ৬টার দিকে ভিসি প্রফেসর ড. হারুন উর রশিদ আসকারী তাকে সাময়িক বরখাস্ত করেন। একইসাথে এ ঘটনা তদন্তে চার সদস্যের একটি কমিটি করা হয়েছে।

রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, অর্থ ও হিসাব শাখার উপ-পরিচালক জাহাঙ্গির আলমকে নারী কেলেঙ্কারির দায়ে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সম্প্রতি ওই কর্মকর্তা বিশ্ববাদ্যালয়ের ঢাকাস্থ রেস্ট হাউসে স্ত্রী পরিচয়ে এক নারীকে নিয়ে রাত্রি যাপন করেন। কিন্তু ঘটনার বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পরে ওই নারী কর্মকর্তার স্ত্রী ছিলেন না বলে অভিযোগ ওঠে।

বিষয়টি বিশ্বিবদ্যালয় কর্তৃপক্ষ আমলে নিয়ে প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পায়। পরে এ ঘটনায় ওই কর্মকর্তাকে বরখাস্ত করে মার্কেটিং বিভাগের সভাপতি প্রফেসর ড. জাকারিয়া রহমানকে আহ্বায়ক কাণ্ডে ৪ সদস্য করে তদন্ত কমিটি গঠন করে।

কমিটিতে অর্থনীতি বিভাগের প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া এবং ভারপ্রাপ্ত প্রক্টর সহযোগী অধ্যাপক আনিছুর রহমানকে সদস্য করা হয়েছে। এ ছাড়া কর্মকর্তা সমিতির সভাপতি শামসুল ইসলাম জোহাকে সদস্য সচিব করা হয়েছে।

এ বিষয়ে ভিসি প্রফেসর ড. হারুন উর রশিদ আসকারী বলেন, ‘একজন কর্মকর্তার বিরুদ্ধে শৃঙ্খলাবিরোধী কিছু গুরুতর অভিযোগের প্রথমিক সত্যতা মেলায় সাময়িক বরখাস্ত করে তদন্ত কমিটি করে দিয়েছি। তদন্ত প্রতিবেদন হাতে পেলে তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

Bootstrap Image Preview