Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

এবার বিএনপি ছাড়ছেন ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ জানুয়ারী ২০১৯, ০৭:৪৯ PM
আপডেট: ২১ জানুয়ারী ২০১৯, ০৭:৪৯ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


রাজনীতি থেকে স্বেচ্ছায় নির্বাসনে যেতে চান বিএনপির বর্ষীয়ান রাজনীতিবীদ দলের ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ নির্বাচনী এলাকা মুন্সীগঞ্জ থেকে বিকল্পধারার মুখপাত্র মাহি বি চৌধুরীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হন তিনি। তাছাড়া নির্বাচনে ভরাডুবির পর আর তাকে বিএনপির কোনো কর্মসূচিতে দেখা যায়নি।

শাহ মোয়াজ্জেম হোসেন বলেন, জীবদ্দশায় ইজ্জত-মান-সম্মান নিয়ে বিদায় নিতে চাই। তাছাড়া বয়স তো অনেক হয়েছে এখন রাজনীতির মাঠ থেকে বিদায় নিতে চাই। তাছাড়া যে দলের রাজনীতি করি সে দলেরও কোনো সঠিক কর্মপন্থা নেই।

‘বর্তমানে নেতার হাতে রাজনীতি নেই, গোটা রাজনীতিতে চলছে দস্যিপনা’ যোগ করেন বিএনপির এ নেতা।

বর্তমানে আত্নজীবনী লেখা নিয়ে ব্যস্ত সময় পার করছেন বর্ষীয়ান এ রাজনীতিবিদ।

প্রসঙ্গত, রাজনীতিতে বহুল আলোচিত-সমালোচিত শাহ মোয়াজ্জেম হোসেন বায়ান্ন থেকে একাত্তর- বাংলাদেশের সকল আন্দোলনে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলেন। ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে যাত্রা শুরু করে একসময় বঙ্গবন্ধুর স্নেহের পাত্রে পরিণত হন তিনি। জাতীয় পার্টির শাসনামলে উপ-প্রধানমন্ত্রীর পদও অলংকিত করেন এ জননেতা।

অনেক সময় ধরে তিনি জাতীয় পার্টির মহাসচিব পদেও অধিষ্ঠিত ছিলেন। জাতীয় পার্টি ছেড়ে বিএনপিতে যোগদান করলে তাকে ভাইস চেয়ারম্যান পদ দেওয়া হয়। বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভাইস চেয়ারম্যান পদে থাকলেও, শারীরিক অসুস্থতা এবং দলে কাঙ্ক্ষিত পদ না পাওয়ার কারণে অনেকটাই অভিমানে নিজেকে আড়াল করে রেখেছেন রাজনৈতিক অঙ্গন থেকে।

Bootstrap Image Preview