Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বছরে ১১ হাজার আত্মহত্যা, সাতক্ষীরায় ২৯০

রাহাত রাজা, সাতক্ষীরা প্রতিনিধি:
প্রকাশিত: ২১ জানুয়ারী ২০১৯, ০৭:৩০ PM
আপডেট: ২১ জানুয়ারী ২০১৯, ০৭:৩০ PM

bdmorning Image Preview
ছবি: বিডিমর্নিং


বাংলাদেশে আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। দেশের নানা সামাজিক কারণে এই প্রবণতা বেড়েই চলেছে। ২০১৭ সালে দেশে মোট আত্মহত্যা সংখ্যা ছিল ১০ হাজারের কিছু বেশি। ২০১৮ তে তা দাঁড়িয়েছে ১১ হাজারে। অপরদিকে সাতক্ষীরায় বছরে গড়ে ২৯০ টি আত্মহত্যার ঘটনা ঘটছে।

আজ সোমবার সাতক্ষীরা প্রেসক্লাবে আত্মহত্যা বিষয়ক এক কর্মশালায় এই তথ্য প্রকাশ করেন ঢাকা বিশ^বিদ্যালয়ের মনোবিজ্ঞান বিষয়ের সহকারি অধ্যাপক মো. সেলিম চৌধুরী।

বাংলাদেশ পুলিশ এবং ইউনিসেফের জরিপে এই তথ্য পাওয়া গেছে জানিয়ে তিনি বলেন, এ অবস্থা থেকে আমাদের সন্তানদের রক্ষা করতে হবে। আর এজন্য নিতে হবে বিভিন্ন ধরনের পদক্ষেপ।

তিনি বলেন, কেনো এতো আত্মহত্যার ঘটনা ঘটছে তা খতিয়ে দেখতে উদ্যোগী হতে হবে।

এদিকে কর্মশালায় সাতক্ষীরার পুলিশ সুপার সাজ্জাদুর রহমান জানান সাতক্ষীরা জেলায় ২০১৮ সালে ২৭৪ টি আত্মহত্যার ঘটনা ঘটেছে। এর আগে ২০১৭ সালে এই সংখ্যা ছিল ৩০৬ জন। এই হিসাবে এই জেলায় বছরে গড়ে ২৯০টি আত্মহত্যার ঘটনা ঘটছে। বাংলাদেশের পরিসংখ্যানে এই সংখ্যা বার্ষিক ১৭২ জন বলে কর্মশালায় উল্লেখ করা হয়।

এই কর্মশালায় সভাপতিত্ব করেন দৈনিক যুগান্তরের সাতক্ষীরা প্রতিনিধি সুভাষ চৌধুরী। এতে আরও বক্তব্য রাখেন, তালা কলারোয়া আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক অনিন্দিতা রায়, সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার আবদুল্লাহ আল মামুন, তালা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরিন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ প্রফেসর প্রমুখ।

কর্মশালায় জেলার বিভিন্ন স্কুল  কলেজের অধ্যক্ষ শিক্ষক ও শিক্ষার্থী ছাড়াও জনপ্রতিনিধিরা অংশ গ্রহন করেন।

আত্মহত্যার ঘটনা খতিয়ে দেখা দরকার বলে কর্মশালায় দাবি জানানো হয়। অভিভাবকের আচরণ, শিক্ষা ব্যবস্থা, সামাজিক যোগাযোগ মাধ্যম, লিঙ্গ বৈষম্য, সামাজিক অবক্ষয় নাকি অন্য কিছু তা তলিয়ে দেখার ওপর গুরুত্ব আরোপ করে বলা হয়।

বক্ত্যরা বলেন, আমাদের শিশুরা নানা কারণে বিষন্নতা ও আশাহীনতায় ভোগে। শিশু কিশোররা মাদকের দিকে ঝুঁকছে কিনা তা দেখতে হবে। এ প্রসঙ্গে তারা আরও বলেন শিশুর  মেধা বিকাশের স্বাভাবিক সুযোগ দিতে হবে। চাপ প্রয়োগ করে তার কাছ থেকে বেশি কিছু প্রত্যাশা করা ঠিক নয়। এ ধরনের সাতটি প্রস্তাবও তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে পাঠ্যপুস্তকে আত্মহত্যা বিষয়ক প্রবন্ধ লেখা, কাউন্সেলিং, গনমাধ্যমে রিপোর্ট প্রকাশসহ নানা বিষয়।

Bootstrap Image Preview