Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিশ্বের বিভিন্ন স্থান থেকে দেখা 'সুপার ব্লাড উল্ফ মুন'

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ২১ জানুয়ারী ২০১৯, ০৬:১৩ PM
আপডেট: ২১ জানুয়ারী ২০১৯, ০৬:১৩ PM

bdmorning Image Preview
ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়েগো থেকে 'উল্ফ মুন' এর শুরু


রবিবার রাত থেকে শুরু হয়েছে এ বছরের প্রথম চন্দ্রগ্রহণ। এবারের পূর্ণিমার চাঁদকে বলা হচ্ছে 'সুপার ব্লাড উল্ফ মুন'। কারণ অন্যান্য সময়ের চেয়ে এবার চাঁদ পৃথিবীর অপেক্ষাকৃত কাছে ছিল এবং কিছুটা লালচে ছিল।

ছবি: স্পেনের মাদ্রিদ থেকে দেখা উল্ফ মুন; সেখানে পাঁচ ঘন্টাব্যাপী দেখা গিয়েছিল রক্তিম চাঁদ

 

উত্তর ও দক্ষিণ অ্যামেরিকাসহ পশ্চিম ইউরোপের বেশ কিছু অঞ্চল থেকে দেখা গেছে এই চন্দ্রগ্রহণ।

পরবর্তীতে এরকম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যেতে পারে ২০২১ সালের ২৬শে মে'তে।

  ছবি: ক্যালিফোর্নিয়ার এনসিনিতাস থেকে দেখা 'ব্লাড মুন'

একই রেখায় সূর্য ও চাঁদের ঠিক মধ্যবর্তী স্থান দিয়ে পৃথিবী যখন অতিক্রম করে তখন এই চন্দ্রগ্রহণ হয়ে থাকে।

এই ক্ষেত্রে সূর্যের অবস্থান হবে পৃথিবীর পেছন দিকে।

আর চাঁদ পৃথিবীর ছায়ার পুরোপুরি নিচে চলে যাওয়ার কারণে এটি গাঢ় লাল দেখা গেছে।

বিজ্ঞানীরা বলছেন আকারে সাধারণ সময়ের চাঁদের থেকে সাত শতাংশ আর উজ্জ্বলতায় পনেরো শতাংশ বেশি হতে পারে এমন চাঁদ।

   ছবি: পানামা  সিটি থেকে দেখা সুপার মুনের সবগুলো ধাপ

Bootstrap Image Preview