Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বন্ধুকে বাঁচাতে কুবিতে ‘স্টল ফর ফারুক’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ জানুয়ারী ২০১৯, ০৫:২৮ PM
আপডেট: ২১ জানুয়ারী ২০১৯, ০৫:২৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ক্যানসার আক্রান্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারুকের চিকিৎসার অর্থ সংগ্রহের জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এজন্য বিশ্ববিদ্যালয়ে তৈরি করা হয়েছে ‘স্টল ফর ফারুক।’

‘আমরা দাঁড়িয়েছি, আপনিও হাত বাড়ান’- এ স্লোগানে বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে এ স্টলের আয়োজন হয়। এ স্টল হতে প্রাপ্ত আয় দিয়েই হবে ফারুকের চিকিৎসা।

স্টলে গিয়ে দেখা যায়, বিভিন্ন আলংকারিক সামগ্রী, কলম, সৌন্দর্যবর্ধক নানান সামগ্রী রয়েছে। যার সবগুলোই হাতে বানানো। মূলত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নওশাদ আহমেদের হাতে বানানো শিল্পকর্মের দ্বারাই সাজানো এই স্টল।

নওশাদ আহমেদ বলেন, ‘ফারুকের জন্য মানুষের কাছে বৃথা হাত বাড়ানোর চেয়ে আমাদের কাজের মাধ্যমে কিছু করতে চাই।’

এছাড়াও স্টলটিতে বেশিরভাগ সময়ই শিক্ষার্থীদের কিছু না কিছু কিনতে দেখা যায়। স্টল থেকে জিনিসপত্র কেনার জন্য মানবিক দিকটিই উল্লেখ করছে শিক্ষার্থীরা

ক্রেতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহসানুল হক শিপন বলেন, আমাদের ফারুক ভাইকে সাহায্যের জন্য সামগ্রী কিনছি।

প্রসঙ্গত, গত নয় মাস যাবত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০১৪-২০১৫ সেশনের শিক্ষর্থী মোহাম্মদ ফারুক দুরারোগ্য ‘ক্রোনিক মেলোয়েড লিউকোমিয়া’ নামক ব্লাড ক্যানসাড়ে ভুগছেন। তার চিকিৎসার জন্য প্রায় ৬০ লক্ষ টাকার প্রয়োজন।ফারুকের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা পাঠানোর ঠিকানা-

হিসাব নাম- ফারুক চিকিৎসা অর্থ তহবিল, হিসাব নং ০১০০১৪০৯১১৪১৫ (জনতা ব্যাংক, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা)। বিকাশ ০১৭৫১৬৭৮৫৭৯ (পার্সোনাল), রকেটঃ ০১৯৪৪৯০৯৯৬৮০

Bootstrap Image Preview