Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইসরাইলের ৩০টির বেশি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করেছে সিরিয়া

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ জানুয়ারী ২০১৯, ০৩:৪১ PM
আপডেট: ২১ জানুয়ারী ২০১৯, ০৩:৪১ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ইসরাইলের সেনাবাহিনী সিরিয়ার সামরিক ঘাঁটি এবং দেশটিতে থাকা ইরানি স্থাপনায় রাতভর হামলা চালিয়েছে। ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) জানিয়েছে তারা কুদস বাহিনী - যারা ইরানিয়ান রেভুলশনারি গার্ডের এলিট ফোর্স - তাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে।

যদিও আলজাজিরা বলছে, সিরিয়ায় অবস্থিত রাশিয়ার সামরিক কমান্ডের বরাত দিয়ে দেশটির (রাশিয়া) ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি বলছে, ইসরাইলের ছোড়া ৩০টির বেশি ক্ষেপণাস্ত্র ও গাইডেড বোম্ব ভূপাতিত করেছে সিরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

রাশিয়ান সামরিক সেন্টার সূত্রের বরাত দিয়ে দেশটির অপর গণমাধ্যম আরআইএ নিউজ এজেন্সি বলেছে, সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি বিমানবন্দরে হামলায় অন্তত চার সিরীয় সেনা নিহত এবং ছয়জন আহত হয়েছে।

তবে লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, হামলায় ১১ সেনা নিহত হয়েছে।

এদিকে, ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সর্বশেষ হামলার কথা স্বীকার করেছেন। এর আগে গত সপ্তাহেও চালানো একটি হামলার কথা জানান তিনি।

তাছাড়া সম্প্রতি তিনি মন্ত্রিসভায় জানান, গত বছর সিরিয়ায় ইরানি স্থাপনা ও তাদের মিত্র লেবাননের হিজবুল্লাহ যোদ্ধাদের টার্গেট করে শতাধিক হামলা চালানো হয়েছে।

অন্যদিকে, সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম সানা নিউজ বলেছে, দেশটির আকাশ প্রতিরক্ষা সিস্টেম অধিকাংশ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে ইসরাইলের হামলা ব্যর্থ করে দিয়েছে।

দামেস্কের প্রত্যক্ষদর্শীরা বলছেন, তারা রাতের আকাশে বিকট শব্দ শুনতে পেয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখা যায়, ইসরাইলের ছোড়া ক্ষেপণাস্ত্র জব্দ করছে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।   

প্রসঙ্গত, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অন্যতম মিত্র ইরান। আর বাশারকে সমর্থন দিতে দেশটিতে অবস্থান করছে ইরানের রিভল্যুশনারি গার্ডের কয়েক হাজার সদস্য।

পার্শ্ববর্তী সিরিয়ায় ইরানের এই অবস্থানকে নিজেদের অস্তিত্বের জন্য হুমকি মনে করে ইসরাইল। তাই সিরিয়ায় অবস্থানরত ইরানি সেনা ও দেশটির সামরিক স্থাপনায় হামলা চালিয়ে আসছে তেলআবিব। আর বার বারই হামলার অজুহাত হিসেবে সিরিয়া থেকে ইরানি সেনাদের ইসরাইলে রকেট হামলার কথা বলা হচ্ছে।

Bootstrap Image Preview