Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইভান্সের সেঞ্চুরিতে রাজশাহীর রানের পাহাড়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ জানুয়ারী ২০১৯, ০৩:০২ PM
আপডেট: ২১ জানুয়ারী ২০১৯, ০৩:০২ PM

bdmorning Image Preview


বিপিএলের ২৩তম ম্যাচে কুমিল্লা ভেক্টোরিয়ান্সের মুখোমুখি হয়েছে রাজশাহী কিংস।প্রথমে টসে হেরে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৭৬ রান করেছে রাজশাহী। জয়ের জন্য কুমিল্লার ১৭৭ রান দরকার। 

টসে হেরে ব্যাটিংয়ের শুরুটা ভালো করতে পারেনি মিরাজরা। প্রথম ৩ ওভারে ৩ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে রাজশাহী। কিন্তু এই দিন দেশি খেলোয়াড়রা ব্যর্থ হলেও ম্যাচের হাল ধরেন দুই বিদেশি ইভান্স ও ডেস্কট। এই দুই ব্যাটসম্যানের দুর্দান্ত ব্যাটিংয়ে ১৭৬ রানে থামে রাজশাহীর ইনিংস।
 
চলতি বিপিএলে দেশি-বিদেশি খেলোয়াড়দের মধ্যে সেঞ্চুরি করলেন ইভান্স। এই সেঞ্চুরি করতে  তিনি ৮টি চার ও ৬ টি ছক্কা হাঁকিয়েছেন। অন্যদিকে ডেস্কটও ফিফটি করেছেন। 

রাজশাহীর সংক্ষিপ্ত স্কোরঃ 
নাফিস(৫), মিরাজ(০), মার্শাল(২), ইভান্স(১০৪), ডেস্কট(৫৯)।
উইকেট নিয়েছেনঃ ডাওসন(২), মেহেদী(১)।

৬ ম্যাচে ৪ জয় নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে আছে ইমরুলের কুমিল্লা। অন্যদিকে ৬ ম্যাচে ৩ জয় নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে আছে মিরাজের রাজশাহী। 

রাজশাহী কিংসঃ মেহেদী হামসান মিরাজ, মূস্তাফিজুর রহমান,জাকির হোসেন,শাহরিয়ার নাফিস, মার্শাল আইয়ুব, আরাফাত সানী, কামরুল  ইসলাম রাব্বী,প্রশান্ন,জঙ্কের, উদানা, রায়ান টেন।

কুমিল্লা ভেক্টোরিয়ানঃ বিজয়, তামিম, শুভো, ইমরুল, ডাওসন, মেহেদী, সাইফউদ্দিন, পেরেরা, আফ্রিদি, ওহাব, জিয়া।

Bootstrap Image Preview