Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

মোংলা ইপিজেডে পাথরচাপায় শ্রমিকের মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ জানুয়ারী ২০১৯, ০২:৫৭ PM
আপডেট: ২১ জানুয়ারী ২০১৯, ০২:৫৭ PM

bdmorning Image Preview


বাগেরহাটের মোংলা ইপিজেডে পাথরচাপায় কাজী রবিউল (২৯) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রবিবার (২০ জানুয়ারি) বিকেলে কারখানায় কাজ করার সময় মাথা ও শরীরে পাথরের আঘাত পেয়ে গুরুতর আহত হন তিনি। পরে  হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

জানা যায়, নিহত রবিউলের বাড়ি চাদপুর জেলায়। তিনি মোংলার দিগরাজ এলাকায় পরিবারসহ ভাড়া বাড়িতে থাকতেন।

মোংলা থানার এসআই আকরাম হোসেন বলেন, রবিউল ফ্যাক্টরিতে পাথরের টাইলস সরানোর কাজ করছিলেন। মেশিনের সাহায্যে বিশাল আকৃতির কেটে রাখা ‘পাথর টাইলস’ সরানোর সময় প্রায় ৩ টন ওজনের পাথরের নিচে চাপা পড়েন তিনি। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে মোংলা বন্দর হাসপাতালে ভর্তির হলে রাতে তিনি মারা যান। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। 

লাশের ময়নাতদন্ত সোমবার সকালে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।

Bootstrap Image Preview