Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সেনবাগে পৃথক অগ্নিকাণ্ডে ৮ লাখ টাকার ক্ষতি

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি 
প্রকাশিত: ২১ জানুয়ারী ২০১৯, ০২:৫১ PM
আপডেট: ২১ জানুয়ারী ২০১৯, ০২:৫৩ PM

bdmorning Image Preview


নোয়াখালীর সেনবাগ উপজেলায় পৃথক অগ্নিকাণ্ডের ঘটনায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

অগ্নিকাণ্ডের ঘটনাগুলো ঘটেছে আজ সোমবার সকালে সেনবাগ উপজেলার কল্যান্দী বাজারে ও অপর ঘটনাটি ঘটেছে সেনবাগ পৌরসভার কলেজ রোডস্থ উত্তর সাহাপুর গ্রামে। খবর পেয়ে চৌমুহনী থেকে ফায়ার সার্ভিস (দমকল) বাহিনীর দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহযোগীতা আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ সোমবার সকাল ১০টার দিকে উপজেলার ফেনী-নোয়াখালী সড়কের পাশে কল্যান্দী পূর্ব বাজার জহিরুল ইসলামের মার্কেটের মোরাশফ হোসেনের তুলাগুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে গুদামে রক্ষিত তুলা, তুলার মেশিনসহ প্রায় সাড়ে ৭লাখ টাকার মালামাল পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়। এসময় শাহাজাহান ভূঁইয়া একটি আমিন উল্লাহ একটি ওয়ার্কসপ আংশিক ক্ষতিগ্রস্থ হয়। ফায়ার সার্ভিসের সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত।  

অপরদিকে সোমবার দিবাগত রাতে সেনবাগ পৌরসভাস্থ কলেজ রোড়ের মোহাম্মদ শাহাজাহানের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় একটি খড়ের গাদা সম্পূর্ণ ও একটি বসতঘর আংশিক ক্ষতিগ্রস্থ হয়। এতে প্রায় ৫০ হাজার সম্পদ পুড়ে ছাঁই হয়ে যায়। উভয় ঘটনায় দমকল বাহিনীর সদস্যরা স্থানীয়দের সহযোগীতার আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের সূত্রে জানা যায়, পথচারীদেও ফেলা সিগারেটের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

Bootstrap Image Preview