Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কলম্বিয়ার রাজপথে শান্তির মিছিলে প্রেসিডেন্ট আইভাবসহ হাজারো মানুষ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ জানুয়ারী ২০১৯, ০১:১১ PM
আপডেট: ২১ জানুয়ারী ২০১৯, ০১:১১ PM

bdmorning Image Preview


কলম্বিয়ার রাজপথে নেমেছেন হাজারও মানুষ। দাবি একটিই- সন্ত্রাসবাদকে প্রত্যাখ্যান ও শান্তিপূর্ণ সমাজ গঠন। রাজধানী বোগোটায় সম্প্রতি গাড়িবোমা বিস্ফোরণে পুলিশের ২০ ক্যাডেট নিহতের প্রতিবাদে ওই কর্মসূচির আয়োজন করা হয়। 

শান্তির ওই মিছিলে অংশগ্রহণ করেছেন প্রেসিডেন্ট আইভাব ডুকু ও তার পূর্বসূরি হুয়ান ম্যানুয়েল সান্তোস। বোমা হামলার জন্য ন্যাশনাল লিবারেশন আর্মিকে (ইএলএন) দায়ী করেছেন প্রেসিডেন্ট। এ সংগঠনটির সঙ্গে শান্তি আলোচনা পুনরায় শুরু করার বিষয়ে অস্বীকৃতি জানিয়েছেন তিনি।

গত বৃহস্পতিবার চালানো ওই হামলার দায় এখন পর্যন্ত স্বীকার করেনি ইএলএন। কিন্তু কর্তৃপক্ষ বিস্ফোরিত গাড়িটির নিহত চালকের নাম প্রকাশ করেছে।

পুলিশের মতে, ওই নিহত গাড়ির চালক ইএলএনের বিস্ফোরক বিশেষজ্ঞ হোসে আলদেমার রোহাস।

মিছিলে কলম্বিয়ার প্রেসিডেন্ট বলেন, সরকার ও সমাজ একসঙ্গে কলম্বিয়ার জন্য কাজ করবে এবং সন্ত্রাসবাদের মোকাবেলায় আমরা কখনও হার মেনে নেব না।

মিছিলে অংশগ্রহণকারীদের অনেকেই সাদা পোশাক ও সাদা পতাকা উড়িয়ে অংশ নেন। তারা স্লোগান দেন- সহিংসতা চাই না, পুলিশ ও সেনাদের ওপর হামলা চাই না। এ সময় তারা নিরাপত্তা বাহিনীর সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

কলম্বিয়ার গেরিলা গোষ্ঠীর মধ্যে অন্যতম হলো ইএলএন। ২০১৭ সালে সরকারের সঙ্গে তাদের শান্তি আলোচনা শুরু হয়। কিন্তু গত বছর আগস্টে ইএলএনের হাতে সব জিম্মি ও হামলা বন্ধের দাবি করলে শান্তি আলোচনা বাতিল হয়ে যায়।

Bootstrap Image Preview