Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চট্টগ্রামে ১৪টি উপজেলায় ভোট হবে 

মিজানুর রহমান, চকবাজার (চট্টগ্রাম) প্রতিনিধি 
প্রকাশিত: ২১ জানুয়ারী ২০১৯, ১১:৩৬ AM
আপডেট: ২১ জানুয়ারী ২০১৯, ১১:৩৬ AM

bdmorning Image Preview


চট্টগ্রামে ১৫ উপজেলা পরিষদের মধ্যে ১৫টিতে ভোট হবে। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মেয়াদ শেষ হবে ২০২২ সালে। এ কারণে এ উপজেলা পরিষদে ভোট হবে না এবছর।

চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস থেকে জানা গেছে, আনোয়ারা উপজেলা পরিষদ, চন্দনাইশ উপজেলা পরিষদ, পটিয়া উপজেলা পরিষদ, বোয়ালখালী উপজেলা পরিষদ, সাতকানিয়া উপজেলা পরিষদ, লোহাগাড়া উপজেলা পরিষদ, বাঁশখালী উপজেলা পরিষদ,সন্দ্বীপ উপজেলা পরিষদ,মিরসরাই উপজেলা পরিষদ, সীতাকুন্ড উপজেলা পরিষদ,হাটহাজারী উপজেলা পরিষদ, রাউজান উপজেলা পরিষদ, রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ, ফটিকছড়ি উপজেলা পরিষদের নির্বাচন হবে।

এবারই প্রথম দলীয় প্রতীকে উপজেলা চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচন করবেন। এদিকে সংসদ সদস্যদের মতো পুরো উপজেলা জুড়ে দলীয় প্রতীকে নির্বাচন করার সুযোগে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে এবার উৎসাহ-উদ্দীপনা বেশি।

এব্যাপারে চট্টগ্রাম জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান আজাদীকে জানান, জাতীয় নির্বাচনের পরপরই উপজেলা পরিষদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। আগামী মার্চে দেশব্যাপী উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে ধাপে ধাপে। চট্টগ্রামে কোন কোন উপজেলায় নির্বাচন হবে সেই ব্যাপারে প্রাথমিক কর্মপরিকল্পনাও শুরু হয়েছে।

এদিকে দক্ষিণ চট্টগ্রামে নব গঠিত কর্ণফুলী উপজেলা পরিষদে ২০১৭ সালের ২৪ সেপ্টেম্বর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে চেয়ারম্যান পদে ফারুক চৌধুরী নৌকা প্রতীকে ৪৩ হাজার ৯৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এস এম ফোরকান পেয়েছেন ছয় হাজার ৬৯৬ ভোট। অবশ্য বিএনপির প্রার্থী এস এম ফোরকান ভোট গ্রহণের দিন সকাল ১০টায় ভোট বর্জন করেছিলেন।

প্রথমবারের মতো হওয়া এ উপজেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল এক লাখ সাত হাজার ৭৯৯ জন। পটিয়ার শিকলবাহা, বড়উঠান, চরলক্ষ্যা, চরপাথরঘাটা ও জুলধা ইউনিয়নকে ভাগ করে কর্ণফুলী উপজেলা গঠন করা হয়। এই উপজেলায় নির্বাচন হবে ২০২২ সালে।

সূত্র জানায়, সারা দেশের সদর জেলার উপজেলা পরিষদে প্রথমবারের মত ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে ইসি। এ লক্ষ্যে উপজেলা পরিষদ বিধিমালায় পরিবর্তন আনছে সাংবিধানিক এ প্রতিষ্ঠানটি। ফেব্রুয়ারির ৩ অথবা ৪ তারিখে তফসিল দিয়ে মার্চে ৫ ধাপে ভোট করবে ইসি। এ নির্বাচনেও লড়াই হবে নৌকা-ধানের শীষসহ অন্যান্য দলীয় প্রতীকে।

Bootstrap Image Preview