Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

কৃত্রিম উল্কাবৃষ্টি তৈরি করতে জাপানের রকেট উৎক্ষেপন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ জানুয়ারী ২০১৯, ০৯:৪৭ AM
আপডেট: ২১ জানুয়ারী ২০১৯, ০৯:৪৭ AM

bdmorning Image Preview


পৃথিবীর বায়ুমণ্ডলে কৃত্রিম উল্কাবৃষ্টি তৈরি করতে পারে এমন একটি রকেটবাহী স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে জাপান।

শনিবার (১৯ জানুয়ারি) জাভা উচিনৌরা স্পেস সেন্টার থেকে ইপসিলন নামের এ রকেটটি ছোড়া হয়।

এটি টোকিওভিত্তিক কোম্পানি অ্যাস্ট্রো লাইভ এক্সপেরিয়েন্সের (এএলই) তৈরি একটি মাইক্রো-স্যাটেলাইট বহন করেছে। পরবর্তী সময়ে আরও একটি স্যাটেলাইট পাঠানো হবে। ২০২০ সালে হিরোশিমা দিবস উদ্যাপনে রাতের আকাশে তারার ঝলক তৈরির লক্ষ্য নিয়ে ক্ষুদ্র এ স্যাটেলাইটটি নিক্ষেপ করা হয়েছে। বিশ্বের প্রথম কৃত্রিম তারা নিক্ষেপণ এ প্রকল্পটির নাম ‘স্কাই ক্যানভাস’। খবর দ্য ইনডিপেনডেন্টের।

এএলই তাদের ওয়েবসাইটে জানায়, ‘স্কাই ক্যানভাস প্রকল্পের আওতায় নতুন অভিজ্ঞতা অর্জন করতে যাচ্ছে জাপান। বিশ্বের প্রথম কৃত্রিম তারকা নিক্ষেপ প্রকল্পের মাধ্যমে পুরো পৃথিবীর মানুষ একত্রে এ অভিজ্ঞতার সাক্ষী হবে।’ সেখানে আরও বলা হয়, ‘প্রযুক্তির উন্নয়ন ঘটিয়ে এ প্রকল্পকে আরও ত্বরান্বিত করা হবে।’

ওই স্যাটেলাইটের মাধ্যমে নিক্ষেপিত কৃত্রিম উল্কাবৃষ্টি ভূমি থেকে ২০০ কিলোমিটার দূর থেকে দেখা যাবে।

আকাশে থাকতেই তা প্রজ্বলিত হবে। ভূমিতে পড়ে মানুষের জন্য কোনো ঝুঁকি তৈরি করবে না। তবে কবে স্যাটেলাইট থেকে নিক্ষেপিত তারকারাজি দেখা যাবে তার নির্ধারিত তারিখ ঘোষণা করেনি এএলই কোম্পানি। চলতি বছরের শেষদিকে আরও একটি স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনা রয়েছে তাদের। কোম্পানিটির প্রধান নির্বাহী লিনা ওকাজিমা বলেন, ‘পুরো বিশ্বকে টার্গেট করেই আমরা অগ্রসর হচ্ছি। মহাকাশ থেকে তারকা নিক্ষেপ করা হবে এবং বিশ্বের যে কোনো জায়গা থেকে তা দেখা যাবে।’

Bootstrap Image Preview