Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পটুয়াখালীতে কৃষি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধিঃ
প্রকাশিত: ২০ জানুয়ারী ২০১৯, ০৪:৩৪ PM
আপডেট: ২০ জানুয়ারী ২০১৯, ০৪:৩৪ PM

bdmorning Image Preview


বীজে জীবাণু সার মিশিয়ে বপন করা হলে ডাল ও তেল জাতীয় ফসল উৎপাদনে ইউরিয়া সার ব্যবহারের প্রয়োজন হবে না। এর ফলে কৃষকের উৎপাদন ব্যয় কমবে এবং পরিবেশের ক্ষতি হবার সম্ভবনা থাকবে না। পাশাপাশি উৎপাদন আরো বৃদ্ধি পাবে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদফতর ও এসিআই এগ্রো ফার্টিলাইজার আয়োজিত এক সেমিনারে এ মতামত তুলে ধরেন বিশেষজ্ঞরা।

রবিবার (২০ জানুয়ারি) বেলা ১২টায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক হৃদয়েশ্বর দত্ত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এসিআই ফার্টিলাইজারের বিজনেস ডাইরেক্টর বশির আহমেদ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, বীনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মাজহারুল ইসলাম।

সেমিনারে ড. মাজহারুল ইসলাম জানান, বীনা উদ্ভাবিত জীবাণু সার বীজের সাথে বপনের আগে পরিমান মত মিশিয়ে বপন করা হলে পরবর্তীতে আর ইউরিয়া সার প্রয়োগ করা লাগে না। এটি পরীক্ষামূলকভাবে ব্যবহারের পর এখন মাঠ পর্যায়ের চাষীদের মাঝে পৌছে দেয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বীনার সাথে যৌথভাবে এটি উৎপাদন ও পরবর্তীতে বাজরজাত করছে এসিআই ফার্টিলাইজার। কৃষকরা এই প্রযুক্তি ব্যবহার করলে একদিকে যেমন ফসল বেশি পাবেন অন্যদিকে ব্যয় সাশ্রয় হবে বলেও দাবি করেন এই কৃষি বিজ্ঞানী।

এ সেমিনারে কৃষক, কৃষি কর্মকর্তা, বীজ ব্যবসায়ীসহ শতাধিক লোক উপস্থিত ছিলেন।   
 

Bootstrap Image Preview