Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

লকার রুমে বাইরে ফেডেরারকে দাঁড় করিয়ে রাখল নিরাপত্তারক্ষী!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ জানুয়ারী ২০১৯, ০২:১২ PM
আপডেট: ২০ জানুয়ারী ২০১৯, ০২:১২ PM

bdmorning Image Preview


খেলোয়াড় হিসেবে তিনি গত দু’বছরের অস্ট্রেলীয় ওপেনে চ্যাম্পিয়ন। সব মিলিয়ে এই প্রতিযোগিতা জিতেছেন ছয় বার। ২০টি গ্র্যান্ড স্ল্যামের মালিক তিনি। সেই সুইস টেনিস তারকা রজার ফেডেরারকেই লকার রুমে ঢোকার সময় আটকে দিলেন অস্ট্রেলীয় ওপেনের কর্মরত নিরাপত্তারক্ষী। যা নিয়ে আলোড়িত গোটা বিশ্ব।

অস্ট্রেলীয় ওপেন আয়োজকদের তরফে শনিবার একটি ভিডিয়ো ক্লিপিং টুইট করা হয়েছে। যেখানে দেখা গিয়েছে, মেলবোর্ন পার্কের লকার রুমে ঢোকার সময় এক নিরাপত্তারক্ষী আটকাচ্ছেন ফেডেরারকে। কারণ, এই সময় এই সুইস টেনিস খেলোয়াড়ের কাছে প্রতিযোগিতার পরিচয়পত্র ছিল না। ক্লিপিংয়ে আরও দেখা গিয়েছে পরিচয়পত্র  না থাকায় ফেডেরারকে লকার রুমে ঢুকতে দেওয়া হয়নি। বর্তমানে বিশ্বের তিন নম্বর টেনিস খেলোয়াড় ফেডেরারের পরিচয়পত্র তখন ছিল তাঁর এক সহযোগীর কাছে। তিনি লকার রুমের কাছে এসে পৌঁছানো না পর্যন্ত ফেডেরার অপেক্ষা করেন। তার পরে সেই সহযোগী এসে  ফেডেরারের পরিচয়পত্র দেখান। এর পরেই তাঁকে লকার রুমে ঢুকতে দেন সেই নিরাপত্তারক্ষী।

সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটে এই ভিডিও দেখার পরে কেউ কেউ প্রশ্ন তোলেন, সংশ্লিষ্ট নিরাপত্তারক্ষী কি ফেডেরারকে চিনতে পারেননি? যে প্রশ্নের সূত্র ধরে ওই নিরাপত্তারক্ষীর কড়া সমালোচনাও করেন তাঁরা। তবে কেউ কেউ ওই নিরাপত্তরক্ষীর দায়িত্ব পালনের প্রশংসা করেছেন।

Bootstrap Image Preview