Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ওয়েটার পদে নিয়োগ: ৭ হাজার আবেদনকারীর বেশির ভাগই স্নাতক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ জানুয়ারী ২০১৯, ১০:৪৯ PM
আপডেট: ১৯ জানুয়ারী ২০১৯, ১০:৪৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত


রেস্টুরেন্টের ১৩টি ওয়েটারের পদের জন্য আবেদন পড়েছে ৭ হাজার। এসব আবেদনকারীদের বেশির ভাগই স্নাতক ডিগ্রি পাস। ভারতের একটি সরকারি ক্যান্টিনের নিয়োগে এমন দৃশ্যই দেখা গেছে।

মহারাষ্ট্র সরকার জানায়, একটি ক্যান্টিনে সম্প্রতি ১৩টি ওয়েটারের পদ খালি হয়। সেই খালি পদে লোক নিতে বিজ্ঞাপন দেয় সরকার। আবেদনকারীদের যোগ্যতা চতুর্থ শ্রেণি পাস চাওয়া হলেও, প্রায় ৭ হাজার উচ্চ শিক্ষিত বেকার এই পদের জন্য আবেদন করে।

এক প্রতিবেদনে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, শেষ পর্যন্ত ১৩টি পদে ১২ জন স্নাতক এবং একজন উচ্চ মাধ্যমিক পাস করা আবেদনকারীকে নিয়োগ দিতে যাচ্ছে মহারাষ্ট্র সরকার।

এজন্য গত বছর ডিসেম্বরে ১০০ নম্বরের একটি লিখিত পরীক্ষাও নেয়া হয়। নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে আটজন পুরুষ ও পাঁচজন নারী প্রার্থীকে নিয়োগ দেয়া হয়েছে ক্যান্টিনের ওয়েটার পদে। তার মানে এখন চতুর্থ শ্রেণি পাসের পরিবর্তে ক্যান্টিনের টেবিল পরিস্কার করবেন স্নাতকরা। এই নিয়োগের পর সমালোচনায় মুখে পড়ে ভারত সরকার।

ভারত সরকারের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে বিরোধী দল নেতা ধনঞ্জয় মান্ডে বলেন, মন্ত্রী ও আমলাদের লজ্জা হওয়া উচিত। মন্ত্রীদের অনেকের থেকে বেশি শিক্ষিত এই ১৩ জন। তাদের কাছ থেকে পরিষেবা নিতেও তো লজ্জা হওয়া উচিত মন্ত্রী ও আমলাদের। ১৩টি পদের জন্য সাত হাজার আবেদন পত্র জমা পড়েছে। এতেই পরিস্কার ভারতে চাকরির কী অবস্থা। তবে চতুর্থ শ্রেণি পাসের বদলে স্নাতকদের ক্যান্টিনে ওয়েটার পদে নিয়োগের ঘটনা খুবই দুর্ভাগ্যের।

Bootstrap Image Preview