Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

জীবন উৎসর্গ করে ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়বো: শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ জানুয়ারী ২০১৯, ০৯:৪৪ PM
আপডেট: ১৯ জানুয়ারী ২০১৯, ০৯:৫০ PM

bdmorning Image Preview


আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমার চাওয়ার কিছু নেই। জীবন উৎসর্গ করে ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়বো এই আমার প্রতিজ্ঞা।

শনিবার রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় উৎসব উৎযাপন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশে একটি লোকও না খেয়ে থাকবে না। ১০০টি ইপিজেটে কার্যক্রম শুরু হবে। সবাইকে কাজ দেওয়া হবে। দেশ উন্নতির দিকে যাবে।

শেখ হাসিনা বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি। এখন উন্নত ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবো। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিরোধীদের ঠাই এ দেশে হবে না।

নৌকা প্রতীকে ভোট দেয়ায় তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ শক্তি সবসময় বিজয় অর্জন করে, এই নির্বাচনে সেটাই প্রমাণিত হয়েছে। নির্বাচনে অংশগ্রহণ করা সব রাজনৈতিক দলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান শেখ হাসিনা।

এছাড়া সফলভাবে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য তিনি নির্বাচন কমিশন এবং এর সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জানান। পাশাপাশি জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ, তাদের নিরাপত্তা ও সামগ্রিক পরিস্থিত স্বাভাবিক রাখার ক্ষেত্রে বিভিন্ন সামরিক-বেসামরিক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও ধন্যবাদ জানান তিনি।

তিনি বলেন, কৃষক, শ্রমিক, কামার, কুমার, ছাত্র-শিক্ষক, সকল শ্রেণির পেশাজীবী মানুষের ভোট পেয়ে আওয়ামী লীগের মহাজোটের এই বিজয়। তাই সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞা জ্ঞাপন করছি।

Bootstrap Image Preview