Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চট্টগ্রামের জুট মিল গুদামে অগ্নিকাণ্ডের কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন

চট্টগ্রাম প্রতিনিধি:
প্রকাশিত: ১৯ জানুয়ারী ২০১৯, ০৮:১৭ PM
আপডেট: ১৯ জানুয়ারী ২০১৯, ০৮:১৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত


চট্টগ্রামের এ কে খাঁন গেইটস্থ বন্ধ ভিক্টোরীয়া জুট মিলের গোড়াউনটি আগুনে পুড়ে যাওয়ার ঘটনা অনুসন্ধানে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

গত শুক্রবার রাতে চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে এ কমিটি গঠন করা হয়। গঠিত কমিটি ভয়াবহ আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি নির্নয় এবং কারণ অনুসন্ধ্যান করবে। চট্টগ্রাম জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট মাসুদরে করিমকে এ কমিটির প্রধান করা হয়েছে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন শুক্রবার বিকাল সাড়ে ৫টায় সৃষ্ট এ অগ্নিকান্ডের কারণ অনুসন্ধ্যান ও ক্ষয়ক্ষতি নিরুপণ করে ৩ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে গঠিত কমিটিকে।

উল্লেখ্য, গত শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে ওই ভিক্টোরিয়া পাটকলের পুরনো কারখানা ভবনে আগুনের সূত্রপাত হয়। প্রায় ৮০ হাজার বর্গফুট এলাকাজুড়ে এসব প্রতিষ্ঠানের গুদামে কেমিক্যাল, প্লাস্টিক, টিভি, ফ্রিজসহ বিভিন্ন ইলেকট্রনিক্স সামগ্রী ও তুলা ছিল।

আগুনের লেলিহান শিখা কয়েক মাইল দূর থেকেও দেখা যায়। দাহ্য জাতীয় বস্তু ওইসব গুদামে থাকায় আগুন লাগার পর তা নেভাতে হিমশিম খেতে হয় ফায়ার সার্ভিসকে। ৬টি ইউনিটের ১৮টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় সাড়ে ৬ ঘণ্টা পর রাত ১১ টা দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে সব পুড়ে শেষ। পুড়ে গেছে আরএফএল, ইউনিলিভারসহ চারটি প্রতিষ্ঠানের পণ্যের গুদাম।

এ দিকে শুক্রবার ছুটির দিন থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে ক্ষয়ক্ষতির ব্যাপারে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে, আগুনে শত কোটি টাকার মালামাল পুড়ে গেছে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। আগুন থেকে কিছু টিভি, ফ্রিজসহ অন্যান্য মালামাল বাঁচানো গেছে। বাকিগুলো সব পুড়ে গেছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণের ব্যাপারে এখনো কিছু বলা যাচ্ছে না ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে।

Bootstrap Image Preview