Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ছেলে সন্তানের মা হলেন টিউলিপ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ জানুয়ারী ২০১৯, ০৬:৪৭ PM
আপডেট: ১৯ জানুয়ারী ২০১৯, ০৬:৫৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভোট দেবার জন্যে নিজের সন্তান জন্ম দানের সময় পিছিয়ে অন্যভাবে আলোচনায় এসেছিলেন বঙ্গবন্ধুর নাতনী ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকী। ঐ নির্দিষ্ট সময় পার করে ছেলে সন্তানের মা হলেন টিউলিপ সিদ্দিক।

লন্ডনের স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ১০টিার দিকে দ্বিতীয় সন্তান জন্ম দেন তিনি। হ্যাম্পস্টেডের রয়্যাল ফ্রি হসপিটালে অস্ত্রোপচারের মাধ্যমে দ্বিতীয়বার মা হলেন টিউলিপ।টিউলিপের পুত্র সন্তানের নাম রাফায়েল মুজিব সেন্ট জন পার্সি রাখা হয়েছে বলে জানা যায়।

ছেলে সন্তানের মুখ দেখে টিউলিপ ও তার স্বামী ক্রিশ্চিয়ান পার্সি হ্যাম্পস্টিডের রয়্যাল ফ্রি হসপিটালের কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানিয়েছেন।

টিউলিপ বলেন, ‘আমরা রয়্যাল ফ্রি হসপিটালের সব চিকিৎসক, সেবিকা, ধাত্রী ও কর্মীদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ তাদের চমৎকার কাজের জন্য এবং এতো সুন্দরভাবে আমাদের সন্তানের দেখভাল করার জন্য।’ এর আগে ২০১৬ সালে কন্যা সন্তানের মা হন টিউলিপ। তার মেয়ের নাম আজালিয়া।

গত মঙ্গলবার (১৫ জানুয়ারি) টিউলিপের সন্তান জন্মের সময় নির্ধারণ করেছিলেন চিকিৎসকরা। তবে ব্রেক্সিট ইস্যুতে সেদিন ব্রিটিশ পার্লামেন্টে গুরুত্বপূর্ণ ভোট থাকায় সন্তান জন্মের সময় পিছিয়ে দেন তিনি। হুইলচেয়ারে করে স্বামীর সঙ্গে পার্লামেন্টে গিয়ে ভোট দেন তিনি।

উল্লেখ্য, টিউলিপ হ্যাম্পস্টিড অ্যান্ড কিলবার্নের লেবার এমপি।

Bootstrap Image Preview