Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সাব্বিরের জন্য আমার সত্যিই খুব খারাপ লাগছেঃ তাসকিন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ জানুয়ারী ২০১৯, ০৬:৩৭ PM
আপডেট: ১৯ জানুয়ারী ২০১৯, ০৬:৩৮ PM

bdmorning Image Preview


বিপিএলে এর আগেও এমন হয়েছে। সেই বার রাজশাহী কিংসের হয়ে সেঞ্চুরি করেছিলেন সাব্বির রহমান। কিন্তু বরিশাল বুলসের কাছে হেরেছিলো রাজশাহী। বিফলে গিয়েছিল সাব্বিরের সেঞ্চুরি।

ঠিক সেই রকম খেলা হলো সিলেটের মাঠে। তবে এই দিন ছিলো না রাজশাহী কিং ও বরিশাল বুলস।
সিলেট সিক্সার্সের হয়ে রংপুর রাইডার্সের বিপক্ষে সেঞ্চুরি না করলেও ৫১ বলে ৮৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন সাব্বির।

কিন্তু তাঁর এই রান যেন দলের জন্য মূল্যহীন। রংপুরকে ১৯৫ রানের টার্গেট দিয়েও ৪ উইকেটের হার নিয়ে মাঠ ছাড়তে হলো।নিষেধাজ্ঞার কারণে ছয় মাস দলের বাহিরে আছেন তিনি। এখনো তাঁর সাজার মেয়াদ শেষ হয়নি। তাঁর পর চলতি বিপিএলে টানা ছয়টি ম্যাচ খেলেছেন তাতে বড় কিছু করতে পারেননি। আজ সাত নম্বর ম্যাচে চোখ ধাঁধানো এক পারফম্যান্স করলেন কিন্তু খুশির এই পারফম্যান্সের দিনে হারতে হলো দলকে। 

সাব্বিরের এই পারফম্যান্সের তাঁর সতীর্থ তাসকিন আহমেদও খুব খুশি হয়েছিলেন। কিন্তু ম্যাচ হারার পর সাব্বিরের জন্য তাঁর খুব খারাপ লেগেছে। 
সাব্বিরের পারফম্যান্স প্রসঙ্গে তাসকিনের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন,'আমার, আমার সত্যি ম্যাচ হারার পরে খুবই খারাপ লাগছে।ম্যাচতা জিতলে হয়তো সাব্বির ম্যান অব দ্যা ম্যাচ হতো। আমি আহলে খুবই কষ্ট পাইছি। অর(সাব্বির)-এর জন্য হলেও ম্যাচটা জিতা উচিৎ ছিলো।'

দীর্ঘ সময় পর বিপিএলে রানের দেখা পেয়েছেন সাব্বির রহমান। কিন্তু সাত ম্যাচে দুই জয় নিয়ে তাঁর দল সিলেট সিক্সার্স খুব বিপদে আছে। সেরা চারে খলে হলে পরের পাঁচটি ম্যাচে তাদের জয়ের বিকল্প কিছু নেই। তাই সাব্বিরের এই পারফম্যান্স সামনের ম্যাচ গুলোতেও দেখাতে হবে।

Bootstrap Image Preview