Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিদায়ী ম্যাচ হেরেই বিপিএল শেষ হলো ওয়ার্নারের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ জানুয়ারী ২০১৯, ০৫:১৯ PM
আপডেট: ১৯ জানুয়ারী ২০১৯, ০৫:১৯ PM

bdmorning Image Preview


ব্যাটে বলের থেকেও এই ম্যাচ যেন ছিলো তারকাদের লড়াই। দুই দলেই ক্রিকেট বিশ্বের বড় বড় তারকারা। কিন্তু যত বড়ই তারকারা থাকুক কাউকে না কাউকে হার মেনেই মাঠ ছাড়তে হবে এটাই ক্রিকেটের নিয়ম। সেই নিয়মের বাহিরে যেতে  পারলো না সিলেট সিক্সার্স। 

১৯৫ রানের লক্ষ্য খুব সহজ নয়। যেকোন দলের জন্যই পাহাড় সমান রানের বোঝা কিন্তু রংপুরের জন্য তাঁর ব্যতিক্রম ছিলো। কারণ তাদের দলে আছে রানের মেশিনরা। উইকেটে এক বার দাঁড়াতে পারলেই নিমিষেই সেই রান টপকে যেতে পারে। 

কিন্তু তাঁর তোলার সেই কাজটা করতে শুরুতেই ব্যর্থ হন গেইল। খেলার প্রথম ওভারের দ্বিতীয় বলে শূন্য রানে সাব্বিরের হাতে ক্যাচ আউট হন। 

শূন্য রানে উইকেট হারিয়েও সেই চাপ কাটিয়ে উঠেন রংপুরের ব্যাটসম্যানরা। রুশো ও হ্যালসের ব্যাটিংয়ে সিক্সার্স বোলরা দিশেহারা হয়ে যান। এই দুই জুটি থেকে ৬৩ রান পায় রংপুর। তবে জুটিটা দীর্ঘ করতে সিক্সার্স ফিল্ডাররা অনেক সহায়তা করেছেন। রুশোর তিনটি সহজ ক্যাচ তারা কঠিন করে ফেলিয়ে দিয়েছেন। 

হ্যালসের বিদায়ের পর উইকেটে আসেন টি-টোয়েন্টির আরেক বড় তারকা ডি ভিলিয়ার্স। ব্যাটিংয়ের শুরুতেই নান্দনিক শর্ট খেলে মাতিয়ে তোলেন গ্যালারি। কিন্ত স্কোরটা নিজের নাম অনুযায়ী বড় করতে পারলেন পেসার তাসকিনের জন্য।  ১৪ ওভারের মাথায় তাসকিন তাঁর উইকেট উড়িয়ে দেন।  এরপর মাশরাফি ফরহাদ রেজার ব্যাটিংয়ে শেষ ওভারে জয় তুলে নেয় রংপুর।

রংপুর রাইডার্সের সংক্ষিপ্ত স্কোরঃ ৬/১৯৫
গেইল(০), হ্যালস(৩৩),  রুশো(৬১), ডি ভিলিয়ার্স(৬১), মিথুন(১৪), মাশরাফি (৫)*, রেজা(১৪)*।
উইকেট নিয়েছেনঃ তাসকিন(৪), ইরফান(১), কাপালি(১)।
সিলেট সিক্সার্সের সংক্ষিপ্ত স্কোরঃ১৯৪/৪
লিটন(১১),ওয়ার্নার(১৯),আফিফ(১৯), সাব্বির(৮৫), পোরান(৪৮), জাকির(৫)।

উইকেট নিয়েছেনঃ মাশরাফি(২), শফিউল(১)।

সিলেট সিক্সার্সঃ লিটন দাস, সাব্বির রহমান, ওয়ার্নার, পোরান, অলক কাপালি, সোহেল তানভির, সন্দ্বীপ, তাসকিন আহমেদ, আফিফ , মেহেদী হাসান রানা, জাকের আলী।

রংপুর রাইডার্সঃ মাশরাফী, মিথুন, অপু , সোহাগ, ফরহাদ, গেইল, ডিভিলিয়ার্স, হ্যালস, নাহিদুল, রুশো, শফিউল।

Bootstrap Image Preview