Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ধনাঢ্য ব্যাক্তির তালিকায় বাংলাদেশ শীর্ষ তিনে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ জানুয়ারী ২০১৯, ০৪:৩২ PM
আপডেট: ১৯ জানুয়ারী ২০১৯, ০৪:৩২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


এক সময়ের ‘তলাবিহীন ঝুড়ির’ বাংলাদেশে এখন ক্রমশই বাড়ছে ধনাঢ্য মানুষের সংখ্যা। গত বুধবার যুক্তরাষ্ট্রের সম্পদ গবেষণা প্রতিষ্ঠান ওয়েলথ-এক্স ‘গ্লোবাল এইচএনডব্লিউ অ্যানালাইসিস: দ্য হাই নেট ওর্থ হ্যান্ডবুক’ শীর্ষক এক প্রতিবেদনে তারা বলছে, ধনাঢ্য মানুষের বৃদ্ধির হারে সারা বিশ্বে বাংলাদেশের অবস্থান তৃতীয়।

এ তালিকায় ১০-৩০ লাখ মার্কিন ডলারের সম্পদের মালিককে রেখেছে সম্পদ গবেষণা প্রতিষ্ঠানটি। ২০১৮ সালে সম্পদশালী বৃদ্ধির হার ও ২০২৩ সাল পর্যন্ত প্রক্ষেপণ ধরে এ হিসাব করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত ১০টি দেশ ধনী বৃদ্ধির হারে শীর্ষে থাকবে। আগামী ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশে ধনী মানুষের সংখ্যা ১১ দশমিক ৪ শতাংশ হারে বাড়বে।

এর আগে গত সেপ্টেম্বরে ওয়েলথ-এক্স এর এক প্রতিবেদনে বলা হয়েছিল, গত পাঁচ বছরে ধনীদের সম্পদ বৃদ্ধির বিবেচনায় শীর্ষে রয়েছে বাংলাদেশ। দ্রুত সম্পদ বৃদ্ধির তালিকায় চীন-যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছেন বাংলাদেশের ধনীরা

রিপোর্টে বলা হয়, ধনী বৃদ্ধির হারে বিশ্বে শীর্ষে থাকবে নাইজেরিয়া। দ্বিতীয় অবস্থানে মিসর। এর পরের অবস্থানে রয়েছে বাংলাদেশ। তার পর যথাক্রমে ভিয়েতনাম, পোল্যান্ড, চীন, কেনিয়া, ভারত, ফিলিপাইন ও ইউক্রেন।

নিজস্ব ‘ওয়েলথ অ্যান্ড ইনভেস্টেবল অ্যাসেটস মডেল’ ব্যবহার করে প্রতিবেদনটি তৈরি করে ওয়েলথএক্স। প্রতিষ্ঠানটির নতুন এ মডেলের মাধ্যমে ব্যক্তিগত মোট সম্পদের আনুমানিক তথ্য পাওয়া যায়।

ওয়েলথ এক্সের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের ধনী বৃদ্ধির শীর্ষ ১০ দেশ-
১. নাইজেরিয়া
২. মিসর
৩. বাংলাদেশ
৪. ভিয়েতনাম
৫. পোল্যান্ড
৬. চীন
৭. কেনিয়া
৮. ভারত
৯. ফিলিপাইন
১০. ইউক্রেন।

Bootstrap Image Preview