Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

সাপাহারে বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলমকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

গোলাপ খন্দকার, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি 
প্রকাশিত: ১৯ জানুয়ারী ২০১৯, ০৩:৫১ PM
আপডেট: ১৯ জানুয়ারী ২০১৯, ০৩:৫১ PM

bdmorning Image Preview


নওগাঁর সাপাহারে বীর মুক্তিযোদ্ধা খন্দকার জাহাঙ্গীর আলমকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

আজ শনিবার বেলা ২ ঘটিকার পর তাকে নওগাঁ জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদানের পর তার লাশ পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।

এসময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যাণ আলহাজ্ব শামসুল আলম শাহ্ চৌধুরী,উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী, আব্দুল জব্বার, থানার ওসি তদন্ত মনিরুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান আকবর আলী প্রমুখ।

উল্লেখ্য, গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার সময় বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

মুক্তিযোদ্ধা খন্দকার জাহাঙ্গীর আলম উপজেলার গোডাউন পাড়ার বিশিষ্ট সমাজসেবক খন্দকার হাবিবুর রহমান এর বাবা। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

Bootstrap Image Preview