Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মহাদেবপুর উপজেলা নির্বাচনে আ.লীগের মনোনয়ন প্রত্যাশীরা মাঠে, খবর নেই বিএনপির

ইউসুফ আলী সুমন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১৯ জানুয়ারী ২০১৯, ০৩:২২ PM
আপডেট: ১৯ জানুয়ারী ২০১৯, ০৩:২৫ PM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সরব হয়ে উঠেছে নওগাঁর মহাদেবপুর উপজেলার রাজনৈতিক অঙ্গন। গ্রাম থেকে শহরে সর্বত্রই চলছে আলোচনা, উঠছে চায়ের কাপে ঝড়। আগামী উপজেলা নির্বাচনে মহাদেবপুরে কোন দল থেকে কে পাচ্ছেন মনোনয়ন।

বিশেষ করে বর্তমান ক্ষমতাসীন দল থেকে কে হচ্ছেন দলীয় প্রার্থী এ নিয়ে চায়ের দোকান থেকে শুরু করে পাড়া মহল্লা, মাঠঘাট, হাটবাজার সর্বত্র চলছে নানান জল্পনা কল্পনা। সেই সঙ্গে চলছে রাজনৈতিক মহলে নানান হিসাব নিকাশ। নির্বাচন কমিশনের ঘোষিত তথ্য অনুযায়ী আগামী মার্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম দফার উপজেলা নির্বাচন। তফসীল ঘোষণা হতে পারে ফেব্রুয়ারিতেই। 

এদিকে সময় ঘনিয়ে আসার সাথে সাথে বাড়ছে সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনী দৌড় ঝাপ। নবীন ও প্রবীণ সম্ভাব্য প্রার্থীরা শুরু করেছে নিজেদের প্রচার-প্রচারণা। তাদের সমর্থকেরা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছে। অনেকেই তাদের পছন্দের প্রার্থীর পক্ষে সমর্থন ও দোয়া চাচ্ছে।

এছাড়া উপজেলার বিভিন্ন হাট, বাজার এবং গুরুত্বপূর্ণ স্থান পোষ্টার, ব্যানার ও ফেস্টুন দিয়ে ছেয়ে গেছে। আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা মাঠে সরব থাকলেও বিএনপি চুপচাপ। এ নির্বাচনে অংশ নেয়া বা না নেয়া নিয়ে তাদের মধ্যে কোন আগ্রহ দেখা যাচ্ছে না।

আওয়ামী লীগের সম্ভাব্য একাধিক প্রার্থী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ করে ‘দোয়া-আশীর্বাদ’ ও কুশলাদি বিনিময় করছেন। দলীয় সমর্থন আদায়ের জন্য স্থানীয় এমপি, জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড ও কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রভাবশালীদের কাছে ধর্না দিচ্ছেন। আবার লবিং গ্রুপিংও চলছে। সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বিভিন্ন জনের নাম আসলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব ভোদন এবং মহাদেবপুর উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক মাসুদুর রহমান।

অন্যান্যদের মধ্যে সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে নাম শোনা যাচ্ছে, মহাদেবপুর উপজেলা যুবলীগের সাবেক সহ সভাপতি আনোয়ার হোসেন মন্ডল ও নওগাঁ জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব ভোদন বলেন, ‘প্রচলিত রাজনৈতিক ধারায় থাকলেও লোভ লালসার স্রোতে গা ভাসাইনি। তৃণমুল নেতাকর্মীদের সঙ্গে থেকে সাধারণ মানুষের সেবা করে যাচ্ছি। মাঠে আমার অবস্থানও ভাল। দল আমাকে মনোনয়ন দেবে বলে আমি আশাবাদী।’

জানতে চাইলে যুবলীগ নেতা ও উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বলেন, ‘আমার রাজনীতি মুলত জনগণকে নিয়ে, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেলে বিজয়ী হওয়ার ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। আশা করি দল আমাকে মনোনয়ন দিবেন।’

নওগাঁ জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম বলেন, ‘আমি বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ ভাবে সাধারণ মানুষকে সাথে নিয়ে নিরলস ভাবে কাজ করতে চাই। এজন্য দলের কাছে মনোনয়ন চাইব।’

অপরদিকে, উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি একেবারেই নিরব। সদ্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রার্থীর ভরাডুবির পর হতাশা এবং দলের অগোছালো অবস্থার কারণে কারো নামই শোনা যাচ্ছে না। ফলে স্বাভাবিক ভাবেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ক্ষমতাসীন দলের সম্ভাব্য প্রার্থীরা।

Bootstrap Image Preview