Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নিরঙ্কুশ জয় উদযাপনে গানে গানে মুখরিত সোহরাওয়ার্দী উদ্যান

নিজস্ব প্রতিবেদকঃ
প্রকাশিত: ১৯ জানুয়ারী ২০১৯, ০৩:১৫ PM
আপডেট: ১৯ জানুয়ারী ২০১৯, ০৩:১৬ PM

bdmorning Image Preview


একাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় উদযাপনে দেশ বরণ্য শিল্পিরা গানে গানে মুখরিত করে তুলছে সোহরাওয়ার্দী উদ্যান।

আওয়ামী লীগের 'বিজয় উৎসব' উপলক্ষে শনিবার (১৯ জানুয়ারি) দুপুর আড়াই টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা শুরু করেছে আওয়ামী লীগ, যেখানে সভাপতিত্ব করবেন দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গানে গানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃতিত্ব ও কর্মকাণ্ড ব্যক্ত করা হচ্ছে। এছাড়াও গত এক দশকে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ড গানের মাধ্যমে তুলে ধরা হচ্ছে। গানে গানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃতিত্ব ও কর্মকাণ্ড ব্যক্ত করা হচ্ছে।

এছাড়াও গত এক দশকে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ড গানের মাধ্যমে তুলে ধরা হচ্ছে। জনপ্রিয় কণ্ঠশিল্পী ও ক্লোজআপ ওয়ান তারকা সালমা, ফকির শাহাব উদ্দিন, জানে আলম, আখি আলমগীর, ফাহমিদা নবী, পথিক নবী, মমতাজ, ফকির আরমগীর, ব্যন্ড সঙ্গিত জলের গান, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রফিকুল আলম, ছাত্রলীগ নেতা জসিমসহ অন্য শিল্পীরা এসব গান পরিবেশন করেন।

শনিবার সকাল ৯ টা থেকে ঢাকাসহ আশপাশের এলাকা থেকে জনসমাগম ঘটতে থাকে সোহরাওয়ার্দী উদ্যানে। সকাল থেকেই বাংলা একাডেমির বিপরীত দিকে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশের জন্য মানুষের দীর্ঘ লাইন। গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে ২৫৭টি আসনে জয় পেয়েছে আওয়ামী লীগ। জোটগতভাবে তাদের আসন সংখ্যা দাঁড়িয়েছে ২৮৮টি।

এই বিজয় স্মরণীয় করে রাখতে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের প্রতীক নৌকার আদলে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। বৈঠাসহ ছোট বড় ৪০টিরও বেশি নৌকা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ছবি সংবলিত ফেস্টুনে সাজানো হয়েছে সমাবেশ মাঠ।

মূল মঞ্চটি সাজানো হয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহারের মলাটের রঙে। এছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের থিম সং 'জয় বাংলা জিতল আবার নৌকা' বাজিয়ে নেতাকর্মীরা সমাবেশের দিকে ধাবিত হচ্ছেন। সমাবেশকে ঘিরে সোহরাওয়ার্দী উদ্যানের পাশে টিএসসি এলাকায় রয়েছে উৎসবমুখর পরিবেশ। 

Bootstrap Image Preview