Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কালিয়াকৈর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী মুরাদ কবীর

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৯ জানুয়ারী ২০১৯, ০৩:১২ PM
আপডেট: ১৯ জানুয়ারী ২০১৯, ০৩:১২ PM

bdmorning Image Preview


সম্প্রতি শেষ হয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। জনমনে আমেজ এখন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিড়ে। সামনের মার্চেই হতে যাচ্ছে উপজেলা নির্বাচন। দলীয় নেতারা এরই মধ্যে শুরু করেছে নিজ নিজ এলাকায় প্রচার-প্রচারণা আর মনোনয়ন নিয়ে দৌড় ঝাপ। ঠিক এরই ধারাবাহিকতায় এ নির্বাচনকে সামনে রেখে বেশ জেড়ালো ভাবেই মাঠে নেমেছেন কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুরাদ কবীর।

স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী মুরাদ কবীর দলীয় নেতা-কর্মীদের নিয়ে প্রচার-প্রচারণায় ব্যাপক সময় পার করছেন। বিভিন্ন মিটিং ও জনসভায় আওয়ামী লীগ এর নানামুখী উন্নয়ন ও সম্ভাবনাময়ী প্দক্ষেপ নিয়ে প্রচারণা চালাচ্ছেন তিনি। 

এ ব্যাপারে স্থানীয় আওয়ামী লীগ এর নেতা-কর্মীদের সাথে কথা বলে জানা গেছে, দল থেকে যাকে মনোনয়ন দিবে তার পক্ষেই কাজ করবে সকল নেতাকর্মী। দলীয় প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে সকলেই ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করবেন বলেও জানান তারা।

উপজেলা আওয়ামী লীগ এর তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আরিফ হোসেন খোকন বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের কথা দিয়ে কথা রেখেছে। জনগণের আস্থা আছে এই দলের প্রতি, তা প্রমাণ করেছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে। আর সামনে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী হিসেবে উপজেলা আ.লীগের সেক্রেটারি মুরাদ কবীরকে নিয়েই আশা করছি। কারণ তিনি বিগত দিনে দলের ত্যাগী নেতা হিসেবে কাজ করে সাধারণ সম্পাদকের পদ অর্জন করেছেন এবং তা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন।   

উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী মুরাদ কবীর বলেন, আওয়ামী লীগ পরিবারের সন্তান হিসেবে রাজনীতির শুরু থেকেই দলের জন্য কাজ করে যাচ্ছি। দলের ক্রান্তিকালেও আন্দোলন সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। দলীয় হাইকমান্ড যদি যোগ্য মনে করে আমাকে উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন দেয় তাহলে নৌকার বিজয় উপহার দেব ইনশাআল্লাহ।  

Bootstrap Image Preview