Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নোয়াখালীতে ৭২ ঘন্টায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ২০

জামশেদুল রাহমান শামিম, সেনবাগ প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৯ জানুয়ারী ২০১৯, ০২:৫৭ PM
আপডেট: ১৯ জানুয়ারী ২০১৯, ০২:৫৭ PM

bdmorning Image Preview


নোয়াখালীতে ৭২ ঘন্টার মধ্যে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে অন্তত ২০জন।

জানা যায়, বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) নোয়াখালীর সেনবাগ উপজেলার ফেনী-নোয়াখালী মহাসড়কের গোপালপুকুর পাড় এলাকার সোলেমান সিএনজি পাম্পের সামনে ট্রাক-মোটরসাইকেল দুর্ঘটনায় এক সাইকেল আরোহী নিহত ও অপর দুইজন মারাত্মক আহত হয়েছে।

নিহত যুবক শেখ জহিরুল ইসলাম প্রকাশ কচি (৩৫)। তার বাড়ি সেনবাগ উপজেলার বীজবাগ গ্রামে সে ওই গ্রামের আবদুস ছালাম চেয়ারম্যানের বাড়ির মৃত মাষ্টার শেখ আবদল্লাহ ছেলে। 

আহতরা হলেন- একই গ্রামের মোঃ ফারুকের ছেলে মোঃ হাসান (৩০) ও কাজী নুরুল ইসলামের ছেলে ক্বারী ওবায়দ উল্লা প্রকাশ (৩৬)। তারা দুইজনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার্ধীন রয়েছে।

নিহত কচির ভাই শেখ কামরুল ইসলাম জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় তারা দুই যুবলীগ নেতা শাহাজাদার ছোটভাই হাসান মোটরসাইকেল নিয়ে সেনবাগ রাস্তার মাথা থেকে সেবারহাট অভিমুখে রওয়ানা দিয়ে ফেনী-নোয়াখালী মহাসড়কের গোপালপুকুর পাড় সোলেমান সিএনজি স্টেশনে নামক স্থানে পৌছলে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলটি ধুমড়ে-মুছড়ে যায়। এতে তিনজনই গুরুত্বর আহত হয়।

অপরদিকে বুধবার (১৬ জানুয়ারি) রাত ১১টায়  বেগমগঞ্জে যাত্রীবাহী বাস খালে পড়ে ৪ জন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছে। চৌমুহনী-ফেনী আঞ্চলিক সড়কের জমিদারহাট বড়পোল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, চৌমুহনী থেকে ফেনী অভিমুখে সুগন্ধা পরিবহনের যাত্রীবাহী একটি বাস বড়পোল নামক স্থানে পৌঁছামাত্র নিয়ন্ত্রন হারিয়ে পার্শ্ববর্তী খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়।

নিহতদের নাম পরিচয় এখনো সঠিকভাবে পাওয়া যায়নি। আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতাল, চৌমুহনী লাইফ কেয়ার হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বেগমগঞ্জ মডেল থানার ওসি ফিরোজ হোসাইন মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, বাসটি উদ্ধার করা হয়েছে। তবে ড্রাইভার ও হেলপারের সন্ধান পাওয়া যায়নি। 
 

Bootstrap Image Preview