Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ড, ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৯ জানুয়ারী ২০১৯, ০২:৩৭ PM
আপডেট: ১৯ জানুয়ারী ২০১৯, ০২:৩৭ PM

bdmorning Image Preview


পটুয়াখালীর কলাপাড়ায় নির্মাণাধীন ২৬৪০ মেগাওয়াট পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে একটি ওয়ার্কশপ।

বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে মেনুফ্যাকচারিং ওয়ার্কশপে শনিবার (১৯ জানুয়ারি) বেলা ১১ টায় দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো নিশ্চিত করতে পারেনি প্রকল্প কর্তৃপক্ষ।

কলাপাড়া ফায়ার সার্ভিস টিম এবং চায়না ও স্থানীয় শ্রমিকদের প্রচেস্টায় বেলা ১ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় টারবাইন সাইটের একটি মেনুফ্যাকচারিং ওয়ার্কশপ সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় গোটা প্লান্ট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় প্রকল্পের সকল কর্মকাণ্ড।

বিসিপিসিএল এর সহকারী প্রকৌশলী শাহমনি জিকো জানান, ১১ টার দিকে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে তাৎক্ষণিক শ্রমিকদের নিয়ে পানি ও বালু ফেলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হয়। প্রায় আধাঘন্টা পরে ফায়ার সার্ভিসের দল সেখানে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করে। এতে প্লান্টে কোন না পড়লেও অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে ধারনা করছেন এ প্রকৌশলী।

বিপিসিএলের সহাকারী প্রকৌশলী নাজমুল হোসাইন জানান, আগুন নিয়ন্ত্রনে আনা গেছে। শুধু ওয়ার্কশপটি পুড়ে গেছে। বাকি সব স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে কলাপাড়া থানার ওসি মনিরুল ইসলাম রয়েছেন।

Bootstrap Image Preview