Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

সংরক্ষিত আসনে এমপি হতে চান ফরিদপুরের আঞ্জুমান

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৯ জানুয়ারী ২০১৯, ১১:৫১ AM
আপডেট: ১৯ জানুয়ারী ২০১৯, ১১:৫১ AM

bdmorning Image Preview


ফরিদপুরের নগরকান্দা উপজেলা মহিলা লীগের যুগ্ম-আহবায়ক ও বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি আঞ্জুমান আরা বেগম জানালেন নিজের ইচ্ছের কথা। একাদশ সংসদে সংরক্ষিত নারী আসনে সাংসদ হতে চান তিনি।

শনিবার (১৯ জানুয়ারী) সকালে স্থানীয় সাংবাদিকদের ফোন করে তিনি এ তথ্য জানান।

এর আগে তিনি শুক্রবার (১৮ জানুয়ারি) বিকাল ৩ টায় সংরক্ষিত নারী আসনের জন্য ঢাকার আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।

আঞ্জুমান আরা বলেন, আমি সংরক্ষিত আসনের জন্য মনোনয়ন চাই। এই দায়িত্ব পালন করার মতো যোগ্যতা আমার আছে। আমি প্রচন্ড পরিশ্রম করতে পারি। আছে অভিজ্ঞতাও। নারী ও শিশুদের জন্য অনেক দিন ধরে কাজ করে আসছি। মাননীয় প্রধানমন্ত্রী যদি আমার ওপর আস্থা রাখেন তাহলে অবশ্যই আমি তার মূল্যায়ন করব ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ আমার রক্তে মিশে আছে। আমরা জন্ম সূত্রে আওয়ামী লীগ। আমার পরিবার ও আমি বহুবার জীবন বাজি রেখে আওয়ামী লীগের জন্য কাজ করেছি। স্থানীয়রা তা জানেন। আশা করি প্রধানমন্ত্রী আমাদের মূল্যায়ন করবেন।

জানা যায়, আঞ্জুমান আরা বেগম নগরকান্দা উপজেলার ছাগলদী গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম মিয়ার মেয়ে। এছাড়া সে ফরিদপুর জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য। 

 

Bootstrap Image Preview