Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশে ঢুকে বাড়িতে হামলা, স্থানীয়দের ধাওয়ায় পালালো বিএসএফ 

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৯ জানুয়ারী ২০১৯, ১১:৪৮ AM
আপডেট: ১৯ জানুয়ারী ২০১৯, ১১:৪৮ AM

bdmorning Image Preview


লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর সীমান্ত পার হয়ে এক বাংলাদেশির বাড়িতে হামলা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র দুই সদস্য। পরে স্থানীয়দের ধাওয়া খেয়ে একটি শর্টগান ফেলে তারা পালিয়ে গেছে।

শুক্রবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাটগ্রামের বুড়িমারী ইউনিয়নের মুংলিবাড়ী সীমান্তে ৮৪১ নম্বর মেইন পিলারের ৬ নম্বর সাব-পিলারের কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটে। তবে বিএসএফ’র ওই সদস্যদের নাম জানা যায়নি।

রংপুর-৬১ বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মোস্তাফিজুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় ও বিজিবি সূত্র জানায়, এ ঘটনায় সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। সীমান্তের ভারতীয় অংশে অতিরিক্ত বিএসএফ সদস্য মোতায়েন করা হয়েছে। এদিকে, বাংলাদেশ অংশেও অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। বাংলাদেশী একজনের বাড়িতে হামলার সময় বিএসএফ’র ওই সদস্যদের অস্বাভাবিক আচারণ করতে দেখা গেছে।

রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়নের বুড়িমারী কোম্পানি কমান্ডার ইব্রাহিম মিয়া বলেন, সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বাংলাদেশী কয়েক জন যুবক মুংলীবাড়ী সীমান্ত এলাকায় ঘুরাঘুরি করতে থাকে। এ সময় কোচবিহার-১৪৮ বিএসএফ ব্যাটালিয়নের চ্যাংরাবান্ধা কোম্পানি সদরে টহলরত দুই জন বিএসএফ সদস্য তাদের ধাওয়া করে। এক পর্যায়ে বিএসএফ’র ওই দুই সদস্য বাংলাদেশে প্রবেশ করে এবং স্থানীয় মুংলীবাড়ী এলাকার বাসিন্দা আজিমুদ্দিন ওরফে ভুট্টুর (৪৫) বাড়িতে হামলা করে। পরে স্থানীয় লোকজন ধাওয়া দিলে বিএসএফ সদস্যরা পালিয়ে যায়। এ সময় বিএসএফের এক সদস্য একটি শর্টগান ফেলে যায় বলেও জানান তিনি।

এ ব্যাপারে রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনার কড়া প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। সীমান্তে বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে। কোচবিহার-১৪৮ বিএসএফ ব্যাটালিয়নের পরিচালক বানাম্বর শাউয়ের সঙ্গে যোগাযোগ হচ্ছে। বৈঠকের সম্ভাবনা রয়েছে।

Bootstrap Image Preview