Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

মাদক নির্মূলে সকলের সহযোগিতা চাইলেন বালিয়াডাঙ্গী'র ওসি

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশিত: ১৯ জানুয়ারী ২০১৯, ১১:১৬ AM
আপডেট: ১৯ জানুয়ারী ২০১৯, ১১:১৬ AM

bdmorning Image Preview


খেলাধুলার মাধ্যমে বাড়তি সময় কাটানো সম্ভব। বাড়ানো সম্ভব বন্ধুত্ব। কেবলমাত্র খেলার মাঠেই সকলে ভেদাভেদ ভুলে আনন্দ উপভোগ করতে পারি। এখানে সবাই এক। এছাড়াও এলাকার মাদক নির্মূলে খেলাধুলার চর্চা বাড়ানো অতি জরুরী। সেই সাথে সকলের সহযোগিতা থাকলে আমি এলাকাকে মাদক নির্মূল চেষ্টা করবো বলে মন্তব্য করেছেন বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত ওসি মোসাব্বেরুল হক। 

শুক্রবার (১৮ জানুয়ারি) রাত ৮টায় আন্ত: বালিয়াডাঙ্গী দৈত ব্যাট মিন্টন টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠানের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমি আশা করছি তরুনরা খেলায় মনযোগী হবে এবং বাড়তি সময় খেলাধুলাতেই ব্যয় করবে।

অনুষ্ঠানে জেলা পরিষদের সদস্য হুমায়ুন কবিরের সভাপতিত্বে দুওসুও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, স্বাধীন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মোহাম্মদ উল্লাহ রায়হান দুলু, বালিয়াডাঙ্গী২৪ ডট কম এর বার্তা সম্পাদক আল মামুন জীবনসহ অনেকেই উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় বালিয়াডাঙ্গী থানার ওসি মোসাব্বেরুল হক ও এসআই নির্মল রায়কে পরাজিত করেছে জেলা পরিষদের সদস্য হুমায়ুন কবির ও তার সঙ্গী বেঙ্গল রানা।

Bootstrap Image Preview