Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এবার মিসর থেকে পেঁয়াজ আমদানি নিষিদ্ধ করল সৌদি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০১৯, ০৯:৫৩ PM
আপডেট: ১৮ জানুয়ারী ২০১৯, ০৯:৫৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


মিসরিয় পেঁয়াজে মাত্রাতিরিক্ত কীটনাশক থাকার কারণ দেখিয়ে মিসর থেকে পেঁয়াজ আমদানি নিষিদ্ধ করেছে সৌদি আরব। মধ্যপ্রাচ্যভিত্তিক একটি সংবাদ পর্যবেক্ষণকারী সংস্থা নির্দিষ্ট সুত্রগুলোর বরাত দিয়ে বলছে, এর আগে একই কারণে মিসরীয় আরও কিছু কৃষি পণ্য আমদানি নিষিদ্ধ করেছিল দেশটি, যেসবের মধ্যে ছিল পেয়ারা, টমেটো, স্ট্রবেরি ও মরিচ।

মিসরের কৃষিপণ্যের বার্ষিক রফতানির পরিমাণ ৩৫ লাখ টন। এর অর্থমূল্য ৪৮০ কোটি ডলার। কিন্তু দেশটির কৃষিপণ্যে গ্রহণযোগ্য মাত্রার চেয়ে বেশি কীটনাশক থেকে যাওয়ার প্রেক্ষিতে সেখান থেকে আমদানি নিশদ্ধি করেছে বিভিন্ন দেশ। মিসরীয় কৃষিপণ্যে এমন নিষেধাজ্ঞা রয়েছে রাশিয়া, জাপান, যুক্তরাষ্ট্র, সুদান, আরব আমিরাত, কুয়েত ও জর্ডানের মতো দেশের। তাদের ভাষ্য, মিসরীয় কৃষিপণ্য মানুষের খাওয়ার ‘অনুপযোগী।’

সৌদি আরবের পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয় মিসরীয় পেঁয়াজ আমদানির ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছে। মন্ত্রণালয়ের পক্ষে সানাদ আল হারাবি বলেছেন, ‘জনস্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। মিসর থেকে আসা পেঁয়াজে গ্রহণযোগ্য মাত্রার চেয়ে বেশি কীটনাশকের উপস্থিতি থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

সৌদি আরবের ‘জেনারেল কুয়ারান্টাইন’ বিভাগের ডিরেক্টর জেনারেল ওসামা সালেহ জানিয়েছেন, ‘মিসরীয় পেঁয়াজ আমদানির ওপর ঘোষিত নিষেধাজ্ঞার বিষয়ে নোটিস দেওয়া হয়েছে এবং তা প্রচারের ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে।’

এটাই মিসরীয় কৃষি পণ্যের বিরুদ্ধে সৌদি আরবের প্রথম নিষেধাজ্ঞা নয়। মিসরীয় সংবাদমাধ্যম ইজিপ্ট টুডে জানিয়েছে, ২০১৭ সালের ডিসেম্বরে সৌদি আরব মিসরীয় পেয়ারা আমদানি নিষিদ্ধ করেছিল। তাছাড়া সেখানকার টমেটো আমদানির ওপরও রয়েছে সৌদি আরবের নিষেধাজ্ঞা। গত এপ্রিল মাসে দেশটির ‘খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ’ (এসএফডিএ) মিসরীয় স্ট্রবেরি ও মরিচ আমদানি নিষিদ্ধ করেছে।

Bootstrap Image Preview