Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভিক্টোরিয়া জুট মিলে আগুন, পাঁচ ইউনিটের চেষ্টাতেও নিভছে না

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০১৯, ০৯:২৮ PM
আপডেট: ১৮ জানুয়ারী ২০১৯, ০৯:২৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


চট্টগ্রাম নগরীর একে খান মোড়ে বন্ধ হয়ে যাওয়া ভিক্টোরিয়া জুট মিলের গুদামে অস্থায়ী প্লাস্টিক ও ইলেক্ট্রনিকস পণ্যের গুদামে ভয়াবহ আগুন সবকিছু পুড়ে ছাই করছে। সময়ের বাড়ার সাথে আগুনের তীব্রতা আরও বেড়েই চলেছে। ভেতরে প্রচুর পরিমাণে প্লাস্টিক ও ইলেক্ট্রনিকস পণ্য থাকায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। আশপাশের কারখানাগুলোতে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

এর আগে শুক্রবার (১৮ জানুয়ারি) বিকাল ৫টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন দেখতে আসা উৎসুক জনতার ভিড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, সন্ধ্যায় ৭টায়ও আগুনের বেগ বাড়ছিল। ফায়ার সার্ভিসের একাধিক ইউনিটের সদস্যরা আগুন নেভানোর চেষ্টা করছেন। তবে আগুন লাগা গুদামগুলোর নিজস্ব কোনো পানির উৎস নেই। নালার পানি দিয়ে আগুন নেভানো চেষ্টা করছে ফায়ার সার্ভিস।

আগুন লাগার স্থান সড়ক থেকে কয়েকশ’ ফুট দূরে হলেও মানুষের ভিড়ের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট লেগে যায়। ফলে একে খান মোড় থেকে সাগরিকা ও আল আমিন হাসপাতাল পর্যন্ত যানজট লেগে যায়।

প্রত্যক্ষদর্শী শ্রমিক ও ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, বন্ধ হয়ে যাওয়া ভিক্টোরি জুট মিলের গুদামগুলো কয়েকটি প্রতিষ্ঠান ভাড়া নেয়। বিকেল ৫টার দিকে একটি প্লাস্টিক পণ্যের গুদাম থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। সেখানকার শ্রমিকরা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। কিন্তু মুহূর্তে আগুন পাশের আরও কয়েকটি গুদামে ছড়িয়ে পড়ে। দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। কিন্তু রাস্তায় যানজট, মানুষের ভিড় এবং ঘটনাস্থলে যাওয়ার পথ সরু হওয়ায় ফায়ার সার্ভিস কর্মীরা বাধার মুখে পড়ে।

পাশের ইস্পাহানি কনটেইনার ডিপোর সুপারভাইজার উত্তম কুমার বিশ্বাস বলেন, গুদামগুলোতে প্লাস্টিক, ইলেকট্রনিকসসহ বিভিন্ন ধরনের পণ্য রাখা হতো। ৫টার দিকে আগুন লাগলে লোকজন ছোটাছুটি শুরু করে।

ঘটনাস্থলে থাকা পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ বলেন, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. জসিম উদ্দীন জানান, ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের ১৫টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

Bootstrap Image Preview