Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জরাজীর্ণ তজুমদ্দিন শম্ভুপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্যাণ কেন্দ্র: দুর্ঘটনার আশঙ্কা

এম. শরীফ হোসাইন, ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০১৯, ০৬:১৬ PM
আপডেট: ১৮ জানুয়ারী ২০১৯, ০৬:১৬ PM

bdmorning Image Preview


ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্যাণ কেন্দ্রে দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবা চলছে ঝুকিপূর্ণ ভবনে। যে কোন মূহুর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘ প্রায় দুই দশক পূর্বে নির্মিত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্যাণ কেন্দ্রটি রক্ষণাবেক্ষণ ও মেরামতের অভাবে বর্তমানে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে। জনবল সংকট, আসবাবপত্রের অভাব ও জরাজীর্ণ ভবনে চলছে চিকিৎসা সেবা। ভবনটিতে ৬টি কক্ষ রয়েছে। চিকিৎসা চালানোর মত নেই কোন আসবাবপত্র ও দরজা জানালা। ভবনটির বিভিন্ন স্থানে ছোট বড় ফাঁটল ধরেছে। ভবনটির ছাদ থেকে ছোট বড় আকারে বিক্ষিপ্তভাবে আস্তর ধসে পড়ছে। মরিচাধরা রড বেড়িয়ে ছাদ খসে পড়ছে। বৃষ্টি হলে ছাদ চুষে পানি পড়ছে ভিতরে। ফলে মারাত্মকভাবে ব্যাহত হয় চিকিৎসাসেবা। ভবনটি বর্তমানে ঝুঁকিপূর্ণ হওয়ায় সবসময় দুর্ঘটনার আতংকে থাকে চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শম্ভুপুর ইউনিয়ন পরিবার পরিকল্যাণ পরিদর্শক মোঃ নিজাম উদ্দিন বলেন, অনেক সময় ভবনটির ছাদ থেকে বিক্ষিপ্তভাবে আস্তর ধসে পড়ে রোগীরা ছোট খাটো দুর্ঘটনার শিকার হয়। ভবনটির বিভিন্ন স্থানে যেভাবে ফাঁটল ধরেছে এবং আস্তর খসে পড়ছে যে কোন মুহুর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই যত দ্রুত সম্ভব নতুন একটি ভবন নির্মাণ করা প্রয়োজন। এ ছাড়া স্বাস্থ্যসেবা কেন্দ্রটিতে রয়েছে জনবল সংকট।

ইউনিয়ন পরিবার পরিকল্যাণ পরিদর্শিকা সবিতা রানী দেবনাথ বলেন, একজন আয়া ও একজন এম,এল,এস,এস দুটি পদেই শুন্য রয়েছে। একজন মেডিকেল অ্যাসিসটেন্ট থাকার কথা। কিন্তু আমি ১১৯৪ সালে এখানে যোগদান করেছি অাজ পর্যন্ত তাকে কোন দিন পাইনি। এই স্বাস্থ্যসেবা কেন্দ্রটিতে দৈনিক শতাধিক রোগী চিকিৎসাসেবা নেয় অথচ নেই প্রয়োজনীয় আসবাবপত্র। জরাজীর্ণ এই ভবনটিতে ঝুঁকি নিয়ে চালিয়ে যাচ্ছি চিকিৎসা সেবা।

Bootstrap Image Preview