Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

সিলেট বিমানবন্দরে মুহিতের হুইল চেয়ার ধরার মতোও কেউ নেই!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০১৯, ০৫:৫০ PM
আপডেট: ১৮ জানুয়ারী ২০১৯, ০৬:১৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত


কিছু দিন আগেও সিলেট ওসমানী বিমানবন্দরে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত পৌঁছালে তাকে ঘিরে নেতাকর্মীদের জটলা লেগেই থাকতো। সেই সাবেক অর্থমন্ত্রী আজ শুক্রবার যখন সিলেটে ফিরলেন তখন তার হুইল চেয়ার ধরার মতোও ছিল না কেউ। সাবেক এপিএস জনিকে নিয়ে একা একাই ওসমানী বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

এদিকে বেশি দিন আগের কথা নয় মুহিত ফিরলে ভিড় লেগে থাকতো ওসমানী বিমানবন্দরে। ভিআইপি লাউঞ্জে পড়ে যেত হুড়োহুড়ি-ধাক্কাধাক্কি। গলা ফাটানো স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠতো বিমানবন্দর এলাকা। মোটর শোভাযাত্রা সহকারে তাকে নিয়ে আসা হতো বাসায়। তাকে ঘিরে সবসময়ই আনাগোনা থাকতো সু-সময়ের বন্ধুদের। কিন্তু মন্ত্রিসভা থেকে বাদ পড়তে না পড়তেই তারাও ভুলে গেছেন মুহিতকে।

আজ শুক্রবার বেলা একটা ৫০ মিনিটের সময় নভোএয়ারের একটি ফ্লাইটে ঢাকা থেকে সিলেট যান আবুল মাল আবদুল মুহিত। বিমান থেকে নেমে হুইল চেয়ারে করে তাকে নিয়ে যাওয়া হয় ভিআইপি লাউঞ্জে। জনশূন্য ভিআইপি লাউঞ্জ তখন অনেকটা অপরিচিতই মনে হচ্ছিল মুহিতের কাছে। তবে তথাকথিত সেই ‘কাছের মানুষদের’ মধ্যে একমাত্র ব্যতিক্রম ছিলেন বাফুফের কার্যনির্বাহী সদস্য ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম। ভিআইপি লাউঞ্জের গেটে একমাত্র তিনিই স্বাগত জানান।

অপরদিকে চিরচেনা পরিচিতমুখগুলো দেখতে না পেয়ে অনেকটা হতাশই মনে হচ্ছিল সাবেক এই অর্থমন্ত্রীকে।

এতদিন যাদেরকে ‘কাছের মানুষ’ হিসেবে জানতেন তাদের মুখোশের অন্তরালের চেহারাটা হয়তো তখন ভাসছিল তার মনোচোখে! পরে সেখান থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলে যান সাবেক অর্থমন্ত্রী মুহিত। সেখানে সিলেট সিক্সার্স ও ঢাকা ডায়নামাইটসের ম্যাচ দেখেন।

প্রসঙ্গত, মর্যাদাপূর্ণ সিলেট-১ আসনটি ছোট ভাই ড. এ কে আব্দুল মোমেনকে ছেড়ে দিয়ে অবসর নেন টানা দুইবারের সংসদ সদস্য এবং আওয়ামী লীগের দুই মেয়াদে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করা আবুল মাল আবদুল মুহিত।

গত দুই বছর ধরে তিনি ইঙ্গিত দিয়ে রেখেছিলেন রাজনীতি থেকে অবসরের। তখন থেকেই তিনি ছোট ভাই আব্দুল মোমেনকে নিজের আসনে প্রার্থী করার ইচ্ছা পোষণ করে আসছিলেন। সিলেটসহ বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে সেই মনোবাসনার কথা প্রকাশও করেছেন তিনি।

Bootstrap Image Preview