Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ইজতেমায় বৃহত্তম জামাতে জুমার নামাজ আদায়

রফিকুল আলম, ধুনট (বগুড়া) প্রতিনিধি:
প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০১৯, ০৫:০৫ PM
আপডেট: ১৮ জানুয়ারী ২০১৯, ০৫:০৫ PM

bdmorning Image Preview
ইজতেমার একাংশ


বগুড়ার ধুনট উপজেলার সরুগ্রাম স্কুলের সামনে বিশাল ময়দানে দেশের দ্বিতীয় বিশ্ব ইজতেমায় বৃহত্তম জুমার জামাত অনুষ্ঠিত হয়েছে। দিল্লীর নিজাম উদ্দিনের মূলধারার তাবলীগ জামায়াতের অনুসারীদের আয়োজনে বৃহস্পতিবার থেকে তিন দিনব্যাপী এই ইজতেমা শুরু হয়েছে।

শুক্রবার (১৮ জানুয়ারি) সকাল থেকেই সর্বস্তরের মুসলমানরা জুমার জামাতে শামিল হওয়ার জন্য টুপি, পাঞ্জাবি পরে জায়নামাজ হাতে নিয়ে ইজতেমা ময়দানের দিকে ছুটতে থাকেন। বেলা ১২টায় জুমার জামাত মূল ময়দান ছাড়িয়ে পূর্বপাশে বিস্তৃতি লাভ করে।

অগণিত মুসল্লির সঙ্গে একই জামাতে শরিক হয়ে নামাজ আদায় করার মাধ্যমে বেশি সাওয়াব হাসিলের উদ্দেশ্যে মুসলমানদের মাঝে দেখা গেছে ব্যাকুলতা। যতই সময় গড়াতে থাকে ততই মুসল্লিদের ঢল নামে ইজতেমা ময়দানে। শিশু কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের সমাগম ঘটে জুমার জামাতে।

এ কারণে ইজতেমার আশপাশের এলাকার মসজিদে জুমার জামাতে মুসল্লির সংখ্যা ছিল খুবই কম। জুমার জামাতে ইমামতি করেন ঢাকা কাকরাইলের সুরা হযরত মাওলানা আলহাজ্ব মোশারফ হোসেন।

জুমার জামাত শেষে ইজতেমা ময়দানের চারদিকে বাঁধভাঙা জোয়ারের মতো মুসল্লিরা নিজ নিজ গন্তব্যে রওনা হন। ইজতেমায় যোগ দিতে দেশ-বিদেশ থেকে মুসল্লিদের স্রোত অব্যাহত রয়েছে। শনিবার আখেরী মোনাজাত পর্যন্ত ইজতেমা ময়দানে মুসল্লিদের আগমন ঘটবে।

ইজতেমা মাঠে সার্বক্ষণিক ইবাদত-বন্দেগিতে মগ্ন রয়েছেন দেশি-বিদেশি মুসল্লিরা। প্রতিদিন ফজর থেকে এশা পর্যন্ত ইজতেমা মাঠে ঈমান, আমল, আখলাক ও দ্বীনের পথে মেহনতের ওপর আম বয়ান অনুষ্ঠিত হচ্ছে। ইজতেমায় দেশ-বিদেশ থেকে আগত মুরুব্বিরা তাবলিগের ছয় ওছুলের মধ্যে দাওয়াতে দ্বীনের মেহনতের ওপর গুরুত্বারোপ করে বয়ান করছেন।

ইজতেমা আয়োজক কমিটির সদস্য হুমায়ন কবির বলেন, স্বাধীনতার পর দেশে ২টি ইজতেমা অনুষ্ঠিত হতো। এরমধ্যে টঙ্গি বিশ্ব ইজতেমা এবং ধুনটের সরুগ্রাম বিশ্ব ইজতেমা। প্রতিবছর টঙ্গি বিশ্ব ইজতেমা সফল করার লক্ষে এক মাস আগে সরুগ্রামের ইজতেমা অনুষ্ঠিত হয়।

তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ফজরের নামাজ আদায় শেষে ইন্দোনেশিয়া থেকে আসা তাবলীগ জামায়াতের আমীর মাওলানা আহম্মেদ মিস বাইন মনিরের উদ্বোধনী বয়ানের মধ্যে দিয়ে ৪১তম ইজতেমা শুরু করা হয়েছে। আগামী ১৯ জানুয়ারি (শনিবার) আখেরী মোনাজাতের মধ্যদিয়ে ইজতেমা শেষ হবে।

Bootstrap Image Preview