Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

খাদ্যশস্য সিন্ডিকেট করে দর বৃদ্ধির সুযোগ দেবে না সরকার: খাদ্যমন্ত্রী

সিয়াম সাহারিয়া, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০১৯, ০৪:৩৪ PM
আপডেট: ১৮ জানুয়ারী ২০১৯, ০৪:৩৪ PM

bdmorning Image Preview


খাদ্যশস্য সিন্ডিকেট করে দর বৃদ্ধির সুযোগ দেবে না সরকার। সরকারি গুদামের ধারণক্ষমতা বৃদ্ধি আর পরিস্থিতির উপর নির্ভর করে ধান ও গম কেনার সিদ্ধান্ত নেবে সরকার বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

শুক্রবার (১৮ জানুয়ারি) দুপুরে নওগাঁর পত্নীতলা ও পোরসা উপজেলার দুটি খাদ্যগুদাম পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী আরো বলেন, দেশে খাদ্যগুদামের মোট ধারণ ক্ষমতা ২১ লাখ মেট্রিক টন। এর সিংহভাগে মজুত আছে চাল। উৎপাদিত শস্যের ন্যায্য দাম নিশ্চিত করতে আগামীতে কৃষকের কাছ থেকে ধান ও গম কেনা হবে। তবে তার আগে গুদামের ধারণক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা নেয়া হচ্ছে। তাছাড়া পরিস্থিতি বিবেচনা করে সরকার ধান-গম কেনার সিদ্ধান্ত নিবে।

বাজারে চালের দর স্থিতিশীল রাখতে প্রতিটি জেলায় মনিটরিং কমিটি সক্রিয় থাকবে উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশে পর্যাপ্ত খাদ্যশস্য আছে। দর বৃদ্ধির সম্ভাবনা নেই। সিন্ডিকেট করে কাউকে দর বৃদ্ধির সুযোগ দিবে না সরকার। পাশাপাশি খাদ্যশস্য সংগ্রহের সময় ওজন ও গুনগত মানের বিষয়ে খাদ্য বিভাগের অবস্থান জিরো টলারেন্স।

তিনি বলেন, কোথাও কোন অভিযোগ পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান মন্ত্রী।

এ সময় অন্যান্যের মধ্যে জেলা খাদ্য নিয়ন্ত্রক কামাল হোসেন সহ স্থানীয় উপজেলার আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview