Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দিনাজপুরে বিশেষ অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়ন ও গ্যাস সংযোগের দাবিতে মানববন্ধন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০১৯, ০৩:৩৯ PM
আপডেট: ১৮ জানুয়ারী ২০১৯, ০৩:৩৯ PM

bdmorning Image Preview


দিনাজপুরে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দ্রুত বাস্তবায়ন ও গ্যাস সংযোগের দাবিতে মানববন্ধন করেছে দিনাজপুরের গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন।

আজ শুক্রবার বেলা ১১টায় দিনাজপুর সাংবাদিক সমিতি, ঢাকা (ডিজেএডি) ও দিনাজপুর প্রেসক্লাব আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এ সময় বক্তারা বলেন, দেশের শস্যভাণ্ডার হিসেবে পরিচিত দিনাজপুরে কৃষি উৎপাদনের পাশাপাশি কৃষি-শিল্পের প্রচুর সম্ভাবনা থাকা সত্ত্বেও এখানে তেমন শিল্প-কারখানা গড়ে ওঠেনি। বগুড়া থেকে রংপুর হয়ে নীলফামারীর সৈয়দপুর পর্যন্ত গ্যাস সংযোগ সম্প্রসারণের যে পরিকল্পনা সরকার নিয়েছে তাতে দিনাজপুরকে সংযুক্ত করার দাবি জানান বক্তারা।

তারা বলেন, সম্ভাবনা থাকা সত্ত্বেও গ্যাস সংযোগ ছাড়া শিল্প স্থাপনে খরচ বেশি হয় বলে উদ্যোক্তারা বিনিয়োগে আগ্রহী হন না। তাই দিনাজপুরের শিল্প উন্নয়নের জন্য গ্যাস সংযোগ অপরিহার্য।

দিনাজপুর প্রেসক্লাব সভাপতি স্বরুপ বকসী বাচ্চু ও সাধারণ সম্পাদক গোলাম নবী দুলালের নেতৃত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পাটি দিনাজপুর শাখার সাধারণ সম্পাদক হবিবর রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক পৌর চেয়ারম্যান সৈয়দ মোসাদ্দেক হোসেন লাবু, জেলা জাসদের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম শহিদুল্লাহ, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির দিনাজপুর শাখার সাধারণ সম্পাদক বদিউজ্জামান বাদল, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ দিনাজপুর শাখার সাধারণ সম্পাদক উত্তম কুমার রায় ও এটিএন বাংলার ঢাকাস্থ স্টাফ রিপোর্টার হুমায়ুন চিস্তি প্রমুখ।

দিনাজপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে রূপান্তরিত করার দাবিও জানানো হয় সংবাদ সম্মেলনে। মানববন্ধনে দিনাজপুরের সাংবাদিকসহ বিভিন্ন স্তরের মানুষ অংগ্রহণ করেন।

Bootstrap Image Preview