Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জঙ্গি সদস্যের বাসা থেকে পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০১৯, ০৩:২৩ PM
আপডেট: ১৮ জানুয়ারী ২০১৯, ০৩:৩৮ PM

bdmorning Image Preview


টঙ্গি থেকে আটক মার্কিন রাষ্ট্রদূতের সাবেক প্রটোকল কর্মকর্তা জুলহাস মান্নান এবং নাট্যকর্মী মাহবুব রাব্বী তনয় হত্যাকাণ্ডে সংগঠিত করা আনসারুল্লাহ বাংলার কিলার গ্রুপের সদস্য আসাদুল্লাহের বাসা থেকে পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধার করেছে আইন শৃঙ্খলা বাহিনী।

বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে ডিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. মনিরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম(বার) জানিয়ে ছিলেন, টঙ্গি থেকে আটক আনসারুল্লাহ বাংলার কিলার গ্রুপের সদস্য আসাদুল্লাহ, যার সাংগঠনিক নাম ফখরুল ওরফে ফয়সাল ২০১৬ সালে উত্তর বাড্ডায় পুলিশ সদস্যকে আহত করে অস্ত্র ছিনতাইয়ের ঘটনা সে জড়িত ছিল। তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে খোয়া যাওয়া অস্ত্র উদ্ধার করা সম্ভব হবে।

কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) উপকমিশনার মহিবুল ইসলাম খান এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, জিজ্ঞাসাবাদে আসাদুল্লাহের দেওয়া তথ্যের ভিত্তিতে সিটিটিসির একটি দল বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর(আসাদুল্লাহর) টঙ্গীর বাসায় অভিযান পরিচালনা করলে পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধার হয়।

প্রসঙ্গত, ২০১৬ সালের ১৯ ফেব্রুয়ারি শুক্রবার বাড্ডার সাঁতারকুলে সম্ভাব এক জঙ্গি আস্তানায় পুলিশ অভিযান চালাতে গেলে জঙ্গিরা পুলিশের ওপর পাল্টা হামলা চালায়। এতে পরিদর্শক বাহাউদ্দীন গুরুতর আহত হন এবং এসময় জঙ্গিরা পুলিশের ব্যবহৃত বুলেটসহ পিস্তল ছিনিয়ে নিয়ে যায়।

Bootstrap Image Preview