Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

একটা সুন্দর সময়ের অপেক্ষায় ছিলাম: মৌসুমী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০১৯, ০৩:০৮ PM
আপডেট: ১৮ জানুয়ারী ২০১৯, ০৩:০৮ PM

bdmorning Image Preview


অভিনয়ে কোটি দর্শকের হৃদয় কেড়েছেন প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমী। কাজ করেছেন জাতিসংঘের শুভেচ্ছাদূত হিসেবেও। ২৫ বছরের অভিনয়জীবন শেষে হতে চান সংসদ সদস্য। করতে চান মানুষের জন্য কাজ। সে লক্ষ্যেই গত বুধবার সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আওয়ামী লীগ থেকে।

অথচ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একটি স্থিরচিত্র। এই নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে। নানাজন নানা কথা বলছেন। তবে বিষয়টিকে মোটেও গুরুত্ব দিচ্ছে না মৌসুমী।

তিনি বলেন, কে কি বললো বা ভাবলো তা নিয়ে আমি ভাবছি না।

তিনি আরও বলেন, ‘চূড়ান্ত মনোনয়ন দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি এটা নিয়ে কেন ভাবছি। কোথায় কী রটছে প্রধানমন্ত্রী এসব আমল দিচ্ছেন কি না, সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ। দ্যাটস ইট। প্রধানমন্ত্রী খুব ভালো করেই জানেন, কে কী করেছে। কে কী করে। এর বাইরে কে কী বলছে, এটা নিয়ে আমি চিন্তিত না। যাঁরা চাইছে না আমি এই কাজে যুক্ত হই, তাঁরা এই কথাগুলো ছড়াচ্ছে। তাঁরা বলে একটু আনন্দ পাচ্ছেন। আমি কখনো কোনো দলের সঙ্গে কাজ করিনি। যাঁরা আমার সঙ্গে ওঠাবসা করেন তাঁরা সবাই জানেন। যদি করেও থাকি এটা বের করা খুব সাধারণ বিষয়।’

এই গুণীশিল্পীর বক্তব্য, সুন্দর একটা সময়ের জন্য অপেক্ষা করছিলাম। এখন সেই সুন্দর সময়। তাই মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। আরেকটা বিষয়, ‘আমি প্রধানমন্ত্রীর মুখে শুনেছি, কারও সুপারিশ ছাড়া সংরক্ষিত আসনে মনোনয়ন দেওয়া হবে। এটা আমার বেশ ভালো লেগেছে। এ কথার পর আমার বিশ্বাস আরও বেড়েছে। মনে হয়েছে এখনই সুসময়। জনগণের অনেক ভালোবাসা পেয়েছি। ২৫ বছর ভালোবাসায় সিক্ত হয়েছি। এখন আমার প্রতিদান দেওয়ার সময়। যদি কোনো একটা দলের সঙ্গে এবং প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করার সুযোগ হয়, তাহলে বেশ ভালো হয়। কারণ যে দল ক্ষমতায় থাকে সেই দল অনেক সহযোগিতা করতে পারে। সরকারের পক্ষ থেকেও নারী উন্নয়নের জন্য অনেক বেশি চিন্তাভাবনা করা হচ্ছে।’

Bootstrap Image Preview