Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দোয়ারাবাজার উপজেলা নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন নৌকার মনোনয়ন প্রত্যাশী আমিরুল হক

আশিস রহমান, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি 
প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০১৯, ০৩:০৩ PM
আপডেট: ১৮ জানুয়ারী ২০১৯, ০৩:০৯ PM

bdmorning Image Preview


আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নিজেদের পক্ষে প্রচার প্রচারণায় নির্বাচনী মাঠ সরগরম করে রাখছেন মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য প্রার্থীরা। সুনামগঞ্জের সীমান্তবর্তী দোয়ারাবাজার উপজেলা পরিষদ নির্বাচনে এবার নৌকার মনোনয়ন পেতে সমর্থকদের নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও লক্ষীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিরুল হক।

আমিরুল হক পর পর তিনবারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান। বিগত বছরে জেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান হিসেবে সম্মানিতও হয়েছিলেন তিনি। টানা কয়েক বারের ইউপি চেয়ারম্যান হিসেবে এলাকার উন্নয়ন কর্মকান্ডে সম্পৃক্ত থেকে স্বচ্ছ ব্যক্তি ইমেজ সৃ‌ষ্টি করতে পেরেছেন আমিরুল হক।

গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতীকের মনোয়ন বঞ্চিত হয়ে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্যক্তি ইমেজ কাজে লাগিয়ে বিপুল ভোটে বিজয়ী হন তিনি। প্রতিপক্ষকে চ্যালেঞ্জ করে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে বিপুল ভোটে বিজয়ী হয়ে উপজেলা জুড়ে চমক দেখান জেলার এই শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান। জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সুনামগঞ্জ -৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের আস্থাভাজন হিসেবে পরিচিত লক্ষীপুর ইউপি চেয়ারম্যান আমিরুল হক নির্বাচিত হওয়ার পরপরই এলাকার সার্বিক উন্নয়নে সম্পৃক্ত রেখে ইতোমধ্যে এলাকা ও এলাকার বাইরে গ্রহনযোগ্যতা তৈরি করতে সক্ষম হয়েছেন।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আমিরুল হক বিগত দিনের মতো এবারের একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহিবুর রহমান মানিকের পক্ষে নৌকা প্রতীককে বিজয়ী করতে তৃণমূল পর্যায়ে নিরলসভাবে পরিশ্রম করেছেন। বৃহত্তর লক্ষীপুর ইউনিয়নে (লক্ষীপুর, সুরমা, বোগলা) সুনামগঞ্জ -৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিককে বিপুল ভোটে নৌকা প্রতীকে বিজয়ী করে এবার আলোচনায় এসেছেন তিনি। জানা যায়, বৃহত্তর লক্ষীপুর ইউনিয়নে একজন দক্ষ সালিশ বিচারক হিসেবেও উপজেলার সাধারণ মানুষের কাছে তার আস্থা ও গ্রহণযোগ্যতা রয়েছে। 

দীর্ঘদিন ইউপি চেয়ারম্যান হিসেবে জনসম্পৃক্ততায় থাকায় দলীয় পরিধির বাইরেও এলাকায় তার শক্তিশালী নিজস্ব ভোট ব্যাংক রয়েছে। একজন সফল জনপ্রতিনিধি হিসেবে দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে লক্ষীপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আমিরুল হক এবার উপজেলাবাসির সেবায় নিজেকে সম্পৃক্ত করতে চান। সেই ইচ্ছা থেকেই এবারের আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করতে চান তিনি। যোগাযোগ করা হলে এমনটাই জানিয়েছেন তিনি। আসন্ন দোয়ারাবাজার উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে মনোয়ন পেলে বিপুল ভোটে বিজয়ী হবেন বলে শতভাগ আশাবাদী তিনি। উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে স্থানীয় সংসদ সদস্য এবং এলাকার আপামর জনসাধারণের সাথে সমন্বয় করে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ড উপজেলাবাসির দোড়গোড়ায় পৌছে দেবেন বলেও জানান তিনি।

এবারের উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকের মনোয়ন প্রত্যাশী আমিরুল হক উপজেলাবাসীর নিকট দোয়া, সমর্থন এবং সার্বিক সহযোগিতা কামনা করেছেন।  

Bootstrap Image Preview